Placeholder canvas
Homeবিনোদনবিতর্ক যেন পিছু ছাড়ছে না ঐশ্বর্যার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ঐশ্বর্যার

বিতর্ক যেন পিছুহ ছাড়ছে না ঐশ্বর্যার। জন্মদিনে শুধু মাত্র একটা ছবি শেয়ার করেই কাজ সেরে ছিলেন অভিষেক বচ্চন। এমনকী বিশ্বসুন্দরী বৌমার জন্মদিনে নিশ্চুপ ছিল বচ্চন পরিবার। তা দেখেই নিন্দুকরা বলতে শুরু করেছিলেন, অমিতাভকন্য়া শ্বেতার উপস্থিতিতেই নাকি ঐশ্বর্য ও অভিষেকের সম্পর্কের তিক্ততা বাড়ছে। এরই মাঝে ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালীর পার্টিতে এক সঙ্গে দেখা যায় ঐশ্বর্যা-সলমনকে। সূত্রের খবর দুজনের মধ্যে সামনা-সামনি দেখা হলেও, দুজনে কিন্তু একটিও কথা বলেননি। আলাদা আলাদা ফটোশুট করেন, যে যার মতো ঢুকে গিয়েছেন মণীশ মালহোত্রার পার্টিতে।

দেখুন আরও খবর:

Colour Bar | জন্মদিনে ভক্তদের কী রিটার্ন গিফ্ট দিলেন শাহরুখ খান? দেখুন কালার বার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments