মুম্বই: জন্মদিনে বড় চমক দিলেন খিলাড়ি কুমার, ১৪ বছর পর ফের একবার প্রিয়দর্শনের সিনেমায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সোমবার খিলাড়ি কুমারের ৫৭ বছরের জন্মদিনে প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার।
বি-টাউনের জমাটি জুটি অক্ষয়-প্রিয়দর্শন এর আগে ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মশালা’-র মতো একটার পর একটা ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন। এবার ফের ১৪ বছর পরে নতুন ছবি নিয়ে ফিরছেন তাঁরা। আসছে ‘ভূত বাংলো’ (Bhooth Bangla)।
View this post on Instagram
আরও পড়ুন: কঙ্গনার ‘ইমার্জেন্সি’-তে সেন্সরের কাঁচি, মুক্তির তারিখ বিশ বাঁও জলেই!
‘ভুল ভুলাইয়া’-র পর দর্শক টানতে আবারও হরর-কমেডি ঘরানাকেই বেছে নিয়েছেন প্রিয়দর্শন (Priyadarshan)। সোমবার অক্ষয় কুমারের জন্মদিন উপলক্ষে মোশন পোস্টারেই দেখা গেল খিলাড়ির রহস্যময় চরিত্রের ঝলক। হাতে দুধের বাটি, ঘাড়ে কালো বিড়াল। অক্ষয়ের চোখেমুখে রহস্যজনক অভিব্যক্তি। ২০২৫ সালে মুক্তি পাবে ‘ভূত বাংলো’।
দেখুন বিনোদনের আরও খবর