মুম্বই: একদিকে আলিয়া ভাট (Alia Bhatt), অন্যদিকে বিপাশা বসু (Bipasha Basu) । দুই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেত্রী। একসঙ্গে কোনও ছবিতে কাজ না করলেও আলিয়া-বিপাশার সম্পর্ক যথেষ্টই মধুর। ২০২২-এর নভেম্বরে দিন কয়েকের ব্যবধানে মা হয়েছিলেন তাঁরা দুজন। তারপর থেকেই বন্ধুত্ব বাড়ে আলিয়া-বিপাশার। এবার বিপাশার মেয়ে দেবীর জন্য বিশেষ উপহার পাঠালেন আলিয়া।
২০২২ সালের ৬ নভেম্বর আলিয়ার কোল আলো করে আসে রাহা (Raha)। তার ঠিক ছয় দিনের মাথায় বিপাশার কন্যাসন্তান দেবীর (Devi) জন্ম নেয়। দুই স্টারকিডকে নিয়ে অনুরাগীদেরও কৌতূহলের অন্ত নেই। সোশ্যাল মিডিয়ায় দুই খুদের কীর্তিকলাপে মজে থাকেন সকলে। সম্প্রতি বিপাশা-কন্যা দেবীর জন্য ব্যাগভর্তি উপহার পাঠিয়েছেন রণবীর পত্নী।
আরও পড়ুন: সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা? তাই তড়িঘড়ি বিয়ে!
উপহার পেয়ে আপ্লুত বিপাশা বসু। তৎক্ষণাৎ ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন আলিয়াকে। সেই ছবিতেই দেখা গেল, ছোট্ট দেবীর জন্য গোলাপি রংয়ের জামার সেট এবং বই পাঠিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে বিপাশা জানিয়েছেন, দেবীর দারুণ পছন্দ হয়েছে আলিয়ার পাঠানো উপহার।

দেখুন বিনোদনের আরও খবর