মুম্বই: রণবীর-আলিয়ার (Ranbir Kapoor-Alia Bhatt) কন্যা রাহা (Raha Kapoor) ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। তার মিষ্টি হাসিখুশি মুখ দেখে ফিদা অনেকেই। কেউ বলে তাকে পুরো মা আলিয়ার মতো দেখতে, কেউ আবার বলে দাদু ঋষি কাপুর টু কপি একরত্তি রাহা। বাবা রণবীর কাপুরের সঙ্গে একাধিকবার হাসিখুশি মুহূর্তে দেখা গিয়েছে রাহাকে। কিন্তু এবার সে বাবাকে ছাড়াই মায়ের হাত ধরে পাড়ি দিল কাশ্মীরে। মা আলিয়া ভাটের সঙ্গে রাহাকে দেখা গেল মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দর কালিনায়।
বি-টাউন সূত্রে খবর, কাশ্মীরে ‘আলফা’ ছবির দ্বিতীয় শিডিউলের শুটিংয়ের কাজে গিয়েছেন আলিয়া। সেখানেই মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন অভিনেত্রী। আর রাহাও এই প্রথমবার মায়ের সঙ্গে আউটডোর শুটিংয়ে গেল। বিমানবন্দর থেকে মা-মেয়ের মিষ্টি মুহূর্ত ছড়িয়ে পড়েছে পাপারাৎজিদের মাধ্যমে। রাহার মুষ্টি চাহনি আবারও মন ছুঁয়েছে নেটিজেনদের।
View this post on Instagram
আরও পড়ুন: নীরজের ‘খাকি ২’-তে রাহুল, মুম্বইয়ে চলছে শুটিং!
উল্লেখ্য, আদিত্য চোপড়ার হাত ধরে সদ্য গোয়েন্দা স্পাই ইউনিভার্সে পা রেখেছেন আলিয়া। যশরাজ ফিল্মস-এর পুরুষতান্ত্রিক স্পাই ইউনিভার্সকে কবজা করতে রীতিমতো কসরত করছেন অভিনেত্রী। ছবিতে দুরন্ত অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। যার জন্য মাসখানেক ধরেই কড়া প্রশিক্ষণ নিয়েছেন তিনি। হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর জন্যেও ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডটের পাশে টেক্কা দিতে অ্যাকশনের মারপ্যাঁচ শিখেছিলেন। এবার ‘আলফা’-তেও (Alpha) দুর্ধর্ষ গোয়েন্দা এজেন্টের ভূমিকায় দেখা যাবে আলিয়াকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, সুপার এজেন্টের ভূমিকায় অভিনয় করার জন্য বিগত ৪ মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
দেখুন বিনোদনের আরও খবর