কলকাতা: গ্রেফতার হলেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার (Sandhya Theatre) প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ ছবির স্ক্রিনিং ছিল। সেই স্ক্রিনিংয়ে অভিনেতার আসার কথাও ছিল। অল্লু অর্জুনকে দেখতে তুমুল ভিড় জমে যায় এবং হুড়োহুড়িতে দমবন্ধ হয়ে মৃত্যু হয় এক মহিলার। সেই ঘটনাতেই গ্রেফতার হলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা।
ঘটনার পরদিনই মৃতের পরিবার অর্জুন, তাঁর নিরাপত্তা দল এবং থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করে। এফআইআর খারিজ করতে গত ১২ তেলঙ্গানা হাইকোর্টের (Telangana High Court) দ্বারস্থ হন তিনি। মৃতের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন: নগ্ন হওয়ার প্রস্তাবে রেগে লাল উরফি
মর্মান্তিক ঘটনার পর অভিযোগ ওঠে, স্ক্রিনিংয়ে তারকা অভিনেতার আসার কথা পুলিশকে জানানো হয়নি। একথা জানত থিয়েটার কর্তৃপক্ষও। পুলিশকে জানানো হলে নিরাপত্তার সু-বন্দোবস্ত থাকত বলে অভিযোগ করা হয়েছে। তাছাড়া প্রেক্ষাগৃহে ঢোকা ও বেরনোর আলাদা দরজা ছিল না। সমস্ত কারণ মিলিয়ে হুড়োহুড়ি লেগে যায়।
প্রসঙ্গত, হায়দরাবাদের (Hyderabad) আরটিসি ক্রস রোডে অবস্থিত সন্ধ্যা ৭০ এমএম থিয়েটার। প্রিয় তারকা অল্লু অর্জুনকে এক ঝলক দেখতে সেখানে ভিড় জমান তাঁর বহু ভক্ত। স্বামী ভাস্কর, ছেলে শ্রী তেজ এবং মেয়ে সনভিকার (৭) সঙ্গে যান দিলসুখ নগরের রেবতীও। রাত ১০.৩০ নাগাদ অর্জুন আসতেই তাঁকে এক ঝলক দেখার জন্য পাগলের মতো ভক্তরা ছুটতে থাকে। ভিড়ের চাপে অচেতন হয়ে যান রেবতী ও তাঁর ছেলে। হাসপাতালে নিয়ে গেলে রেবতীকে মৃত বলে ঘোষণা করা হয়।
দেখুন অন্য খবর: