মুম্বই: বচ্চন পরিবারের নয়নের মণি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতনি, শ্বেতা বচ্চন ও নিখিল নন্দার মেয়ে নভ্যা নভেলি নন্দা (Navya Nanda)। বিগ বি-র নাতনি হয়েও অভিনয় দুনিয়ায় পা রাখার ইচ্ছে তাঁর নেই, একথা আগেই একাধিকবার জানিয়েছেন নভ্যা। বাবা নিখিল নন্দার ব্যবসা সামলাতেই বেশি আগ্রহী তিনি। এবার সেই স্বপ্নপূরণের দিকেই একধাপ এগোলেন অমিতাভ বচ্চনের নাতনি। ভর্তি হলেন আহমেদাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে (IIM)।
আরও পড়ুন: ঘাঁটা মল্লিক, টা টা… ‘বোনাস’ মন্তব্যে কাঞ্চনকে তুমুল কটাক্ষ ঋদ্ধি, ঋত্বিক, সুদীপ্তাদের
আইআইএম থেকে অসংখ্য ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নভ্যা। ছবি গুলি দেখেই বোঝা যাচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেয়ে তিনি ভীষণ খুশি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হয়, আগামী দু’বছর এটা আমার ঘর, সেরা মানুষদের সঙ্গে। ২০২৬ সালের বিপিজিপি এমবিএ ক্লাস।’ তাঁর শেয়ার করা প্রথম ছবিতে তাঁকে কালো স্যুট পরে দেখা গিয়েছে।
View this post on Instagram
কালো স্যুটে হাসিমুখে নভ্যা নভেলির স্বপ্নপূরণের পোস্ট ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বন্ধু সুহানা খান, অনন্যা পাণ্ডেরা। মা শ্বেতা বচ্চন লিখেছেন, “আমি তোমাকে নিয়ে গর্বিত।” মামা অভিষেক বচ্চনও খুব খুশি নভ্যার সাফল্যে। করিশ্মা কাপুর লিখেছেন, ‘অভিনন্দন নভ্যা।’ ভাই অগস্ত্য দিয়েছেন, থাম্বস আপ ইমোজি। পাশাপাশি আলিয়া ভাট, ভিকি কৌশল, মিহির আহুজা, পশমিনা রোশন, বীর পাহাড়িয়ারও অভিনন্দন জানিয়েছেন নভ্যাকে।
দেখুন বিনোদনের আরও খবর