কলকাতা: গত ৭ জুন কলকাতার (Kolkata) শিশির মঞ্চে (Shishir Manch) আয়োজিত হল সাই কৃপা অ্যাকাডেমি (Sai Kripaa Academy) সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম বাৎসরিক অনুষ্ঠান। এই প্রতিষ্ঠানে দুই প্রধান শিক্ষক হলেন তৃষা পাড়ুই (Trisha Parui) এবং ত্রিদিব পাড়ুই (Tridib Parui)। তৃষা জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা-র অত্যন্ত সফল একজন প্রতিযোগী। সাই কৃপা সংস্থায় গান শেখানোর দায়িত্ব পুরোটাই তাঁর কাছে। ত্রিদিব শেখান পিয়ানো এবং কিবোর্ড।
আরও পড়ুন: পড়ন্ত রোদে লাল গাউনে ঝড় তুললেন শুভশ্রী
এই প্রথমবার বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তৃষারা। দুর্যোগের আবহাওয়া সত্ত্বেও শিশির মঞ্চে যথেষ্ট সংখ্যক দর্শক সমাগম হয়। প্রতিষ্ঠানের নাম যেহেতু সাই কৃপা অ্যাকাডেমি, তাই অনুষ্ঠানের উদ্বোধন হয় সাই ভজনের মাধ্যমে। এই ভজন গেয়েছিলেন তৃষাই। এরপর তাঁর এবং ত্রিদিবের ছাত্রছাত্রীরা গানবাজনা করেন। কেউ একক আবার কেউ কেউ সমবেত সঙ্গীত পারফর্ম করেন।
দেখুন অন্য খবর: