মুম্বই: ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়েছেন অনন্ত-রাধিকা। শুক্রবার জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে দেশ-বিদেশের খ্যাতনামা ব্যক্তিত্বদের উপস্থিতিতে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির (Mukesh Ambani) পুত্র অনন্ত আম্বানির (Anant Ambani) ও শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)-এর চার হাত এক হয়েছে। ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে ছিল জমাটি আয়োজন। উপস্থিত ছিলেন দেশ-বিদেশের খ্যাতনামা তারকারা সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা।
বিয়ের দিন নবদম্পতিকে আশীর্বাদ করে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ‘শুভ আশীর্বাদ’ অর্থাৎ বধূবরণের অনুষ্ঠানেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে সাধু-সন্তরা নবদম্পতিকে আশীর্বাদ করেছেন। প্রাকবিবাহ থেকে বিয়ের প্রতিটি অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। বিয়ের প্রতিটা পর্বে দেখা গেছে একটার পর একটা জমাটি আয়োজন। এবার রিসেপশনের পালা।
আরও পড়ুন: শাহরুখের দেখা পেয়ে উচ্ছ্বসিত জন
আজ রবিবার আম্বানির বাড়ি অ্যান্টিলায় বসছে অনন্ত-রাধিকার রিসেপশনের অনুষ্ঠানের আসর (Anant-Radhika Marriage Reception)। আম্বানি পরিবার এই রিসেপশন অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘মঙ্গল উৎসব’। আম্বানিদের মেগাবাজেট রিসেপশনের লাল গালিচায় আজ কারা বাজিমাত করছেন? সেদিকে নজর এখন গোটা দেশের।
দেখুন বিনোদনের আরও খবর