মুম্বই: বিগত কয়েকমাস ধরে একাধিক পর্বে গুজরাতের জামনগর ও ইউরোপে বসেছিল প্রাক-বিবাহের অনুষ্ঠানের আসর। এবার আজ রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির (Mukesh Ambani) পুত্র অনন্ত আম্বানির (Anant Ambani) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। আজ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে চার হাত এক হবে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। চলতি মাসের ১২-১৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী চলবে অনুষ্ঠান। এই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে আরব সাগরের পাড়ে এখন বিশ্বের তাবড় তারকাদের ভিড়। দেশের প্রথম সারির রাজনৈতিক মুখ থেকে দুনিয়ার তামাম স্টার পারফর্মাররা আজ আম্বানিদের অতিথি।
বরিস জনসন, কিম কার্দাশিয়ান, টনি ব্লেয়ার থেকে শুরু করে দেশ-বিদেশের নামিদামি ব্যক্তিত্বরা হাজির থাকছেন আম্বানিদের মেগাবাজেট বিয়ের লাল গালিচায়। বিয়েতে বর-কনেকে আশীর্বাদের জন্য হাজির থাকছেন প্রাক্তন সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিলডট, প্রাক্তন কানাডিয়ান প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান, আইওসি ভাইস প্রেসিডেন্ট জুয়ান আন্তোনিও সামারাঞ্চ, ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনো।
আরও পড়ুন: করোনা আক্রান্ত অক্ষয় কুমার, যাচ্ছেন না অনন্ত-রাধিকার বিয়েতে
পাশাপাশি, উপস্থিত থাকবেন আরামকো গ্রুপের সিইও আমিন নাসির, মর্গান স্ট্যানলি এমডি মাইকেল গ্রিমস, অ্যাডোব সিইও সান্তনু নারায়ণ, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান জে লি, এরিকসন সিইও বোর্জে এখোলম, এইচপি প্রেসিডেন্ট এনরিক লোরস, নোকিয়া প্রেসিডেন্ট টমি উইত্তোর মতো আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বরা।
এদিকে ভারতীয় অতিথি তালিকার শীর্ষে রয়েছেন বলিউডের তারকারা, সব কেন্দ্রীয় মন্ত্রীরা এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিল্পপতিরা। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে বিয়েতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফড়নবিস। অন্যদিকে, লস অ্যাঞ্জেলস থেকে অনন্ত আম্বানির বিয়েতে মুম্বই পৌঁছেছেন নিক ও প্রিয়াঙ্কা। শুক্রবার সকাল থেকেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আছেন শাহরুখ খান। উপস্থিত আছেন সলমন খান, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, রণবীর-আলিয়া, অমিতাভ বচ্চন, আমির খান, জাহ্নবী কাপুর, হানি সিং, অনন্যা পাণ্ডে, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মতো তারকারা।
আন্তর্জাতিক গায়ক অ্যাডেলে, ড্রেক, লানা ডেল রে পারফর্ম করবেন অনন্ত-রাধিকার বিয়েতে। ভারতীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে থাকছেন শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, শঙ্কর মহাদেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী প্রমুখ। জানা যাচ্ছে, বিয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবদম্পতি অনন্ত-রাধিকাকে আশীর্বাদ করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিয়েতে যোগ দিতে পৌঁছে গিয়েছেন মুম্বইতে।
দেখুন বিনোদনের আরও খবর