কলকাতা: দফায় দফায় প্রতিবাদ, আন্দোলন, মিছিল, আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে সোচ্চার হয়ে রাস্তায় নেমেছে অগণিত মানুষ। তারকা থেকে আমজনতা সবারই প্রতিবাদের ভাষা ক্রমশ জোরাল হচ্ছে। নাট্যব্যক্তিত্ব থেকে টলি অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরাও প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নেমেছেন। টলিপাড়ার (Tollywood) তারকাদের সঙ্গে আরজি কর কাণ্ডে সোচ্চার হয়েছেন বি-টাউনের (Bollywood) করিনা কাপুর, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, সোনাক্ষী সিনহা থেকে রিচা চাড্ডার পাশাপাশি আয়ুষ্মান খুরানা-সহ অনেকেই মেয়েদের নিরাপত্তা নিয়ে আওয়াজ তুলেছেন। এমনই এক আবহে অঝোরে কাঁদলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনিন্দ্য বোস (Anindya Bose)।
আরও পড়ুন: নিশানায় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, আরজি কর কাণ্ডে গর্জে উঠলেন নীনা
রবিবার শহর কলকাতা যখন ফুটবলপ্রেমী এবং টলিউড তারকাদের প্রতিবাদের সাক্ষী থাকল, তখন তাঁদের সঙ্গে শামিল না হতে পেরে ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন সঙ্গীতশিল্পী অনিন্দ্য বোস (Anindya Bose)। ফেসবুক লাইভে এসে ‘শহর’ ব্যান্ডের জনপ্রিয় গায়ক বললেন, “এই শহরটাকে আর চিনতে পারছি না। প্রতিবাদের ভাষাকে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব দেখে আমি একদম ভালো নেই। মেয়েটার মুখ দেখলেই নিজের সন্তানের মুখ মনে পড়ে। আমরা কোথায় আছি? আমার জন্ম তো এখানেই। এখান থেকেই চলে যাব। কিন্তু এই শহরটাকে চিনতে পারছি না।”
প্রশ্ন তুলেছেন অনিন্দ্য, “কোথায় বাস করছি আমরা? এই ঘটনা দেখে আমি কী বলব? কীভাবে এটার ব্যাখ্যা করব? আমি জানি না। আমার কোনও ভাষা নেই।” এদিন শরীর খারাপ থাকায় যুবভারতীতে প্রতিবাদী মিছিলে যোগ দিতে পারেননি অনিন্দ্য়। সেই আক্ষেপও শোনা গেল অনিন্দ্য়র কথায়। কথাগুলো বলার সময় দু’চোখ দিয়ে অঝোরে জল আসে তাঁর। আর তা থেকেই মন ভারাক্রান্ত তাঁর অনুরাগীদেরও।
আরও খবর দেখুন