কলকাতা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর আমেজ কাটতে না কাটতে শুরু হয়ে যাবে বাঙালির সিনে উৎসব। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এক সপ্তাহব্যাপি চলবে এই চলচ্চিত্র উৎসব। প্রদর্শিত হবে একগুচ্ছ বাংলা ছবি। সেই তালিকায় রয়েছে অঞ্জন দত্ত (AnjanDutt) ও নীল দত্ত প্রযোজিত ছবি ‘চালচিত্র এখন’ (Chalchitra Ekhon)। রিয়েল লাইফে মৃণাল সেনের সঙ্গে অঞ্জন দত্তর সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। কিংবদন্তী শিল্পী মৃণাল সেনের শততম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই ছবিটি বানিয়েছেন অঞ্জন দত্ত। বিশ্বের দরবারে এই ছবি প্রদর্শনের খবরে খুব স্বাভাবিকভাবেই ভীষণ খুশি তিনি।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রদর্শনের খুশি ভাগ করে অঞ্জন দত্ত লেখেন, ‘আমি অত্যন্ত গর্বিত ও আপ্লুত যে মৃণাল সেনকে নিয়ে তৈরি আমার ছবি গোটা বিশ্ব দেখবে। ওঁর সঙ্গে যখন আমার আলাপ হল তখন তিনি ৫৭ আর আমার বয়স ২৬। আমি সেই সকল মানুষের কাছে চিরকৃতজ্ঞ যাঁরা আমার আর নীল দত্তর যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম ফিচার ফিল্মকে চলচ্চিত্র উৎসবে জায়গা দিলেন। এই সিনেমায় আমি নিজের জীবনের একান্ত ব্যক্তিগত গল্প বলার সুযোগ পেয়েছি। ধন্যবাদ’।
আরও পড়ুন:আন্তর্জতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ফের বাংলা ছবির জয়
বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানান হয়, মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কমপিটিশন বিভাগে একমাত্র ফিচার ফিল্ম চালচিত্র এখন প্রদর্শিত হবে। ২০১৮ সালে ৯৫ বছর বয়সে জীবনাবসান হয় স্বনামধন্য পরিচালক মৃণাল সেনের। তাঁর নির্দেশনায় বাংলা সিনেমার ইতিহাসে রয়ে গিয়েছে অসংখ্য কালজয়ী ছবি। সেই তালিকায় রয়েছে আকাশ কুসুম, ভুবন সোম, পদাতিক-র মতো অনেক ছবি।
দেখুন আরও অন্য খবর