কলকাতা: মন ভালো নেই বঙ্গবাসীর, আরজি কর কাণ্ডের (RG Kar incident) সঠিক বিচারের প্রত্যাশায় রয়েছেন সকলেই। সঠিক বিচারের দাবিতে দফায় দফায় চলছে প্রতিবাদ, মিছিল, রাত দখল। পথে নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন আমজনতা থেকে তারকারা। গত ৯ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে আন্দোলন এখনও চলছে।
সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে কর্মবিরতিরত চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি, সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমাবার নবান্ন থেকে আন্দোলনরত চিকিৎসকদের প্রতি আলোচনা করে সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বড় চমক, এবার ‘ভূত বাংলো’-তে অক্ষয়
এমন পরিস্থিতিতেই সোশাল মিডিয়ায় আরজি কর নিয়ে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট নজরে এল অভিনেতা অঙ্কুশ হাজরার। অভিনেতা সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “আর ভালো লাগছে না। মানুষ হিসেবে জন্ম নিয়ে গর্ব বোধ করব না ঘৃণা বোধ, বুঝে উঠতে পারছি না। মেয়েটির মা-বাবা বলেছেন ওনারা একটি মেয়ে হারিয়েছেন কিন্তু হাজার হাজার ছেলে-মেয়ে পেয়েছেন। এই ভাবনাটি যেন ভেঙে না যায়।” আরজি কর কাণ্ড নিয়ে এর আগেও সোচ্চার হয়েছিলেন অঙ্কুশ। রাস্তায় নেমে বিচারের দাবিও জানিয়েছেন। এবার আবার আরজি কর কাণ্ড প্রসঙ্গে বিশেষ বার্তা দিলেন অভিনেতা।
দেখুন বিনোদনের আরও খবর