কলকাতা: মেয়ে ভামিকার জন্মের পর থেকে সিনেমা থেকে নিজেকে দূরেই রেখেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তবে বেশ কয়েকটি বিজ্ঞাপনী ভিডিওতে দেখা গেছে তাঁকে, ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিংও সেরেছেন। বর্তমানে মেয়ে ভামিকা এবং ছেলে অকায়কে নিয়েই দিনের বেশিরভাগ সময় কাটে অভিনেত্রীর।
বিরাট এবং অনুষ্কার প্রথম সন্তান ভামিকা গত ২০২১ সালের জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে। অন্যদিকে এই বছরের ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করে তাঁদের ছেলে অকায়। তবে ছেলে এখন যতই ছোট হোক। মেয়ে মোটেই সময় দিতে ভুলছেন না অনুষ্কা। এই মুহূর্তে সন্তানদের নিয়ে পুরো মনটা দিয়েছেন সংসারেই। সেই মিষ্টি সংসারের এক টুকরো ছবিই এবার দেখা গেল অনুষ্কার সোশ্যাল মিডিয়ার পাতায়।
আরও পড়ুন: প্রেক্ষাগৃহে কমল ছবি দেখানোর খরচ!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই সংসার থেকে মিষ্টি এক মুহূর্ত শেয়ার করেছেন। অনুষ্কার ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেল ব্ল্য়াক বোর্ডে চক দিয়ে আঁকা ফুলের ছবি। এক ব্ল্য়াক বোর্ডে ফুল এঁকেছেন অনুষ্কা ও আরেকটিতে অনুষ্কার মেয়ে ভামিকা। ছবি শেয়ার করে ক্যাপশনে মেয়ের সঙ্গে ফুল আঁকার প্রতিযোগিতা বলেই উল্লেখ করেছেন অভিনেত্রী।
দেখুন বিনোদনের আরও খবর