কলকাতা: সঙ্গীতের দুনিয়ায় অরিজিৎ সিং মানেই আবেগ, নস্টালজিয়া। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বজুড়ে এখন খ্য়াতির শীর্ষে তিনি। তাঁর কণ্ঠের যাদুতে বারবার মুগ্ধ হতে হয়। এই মানুষটার লাইভ কনসার্টের টিকিট লাখ লাখ টাকায় বিক্রি হয়। অরিজিতের সঙ্গে একবার সাক্ষাতের জন্য অনুরাগীরা মুখিয়ে থাকেন। পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জের ছেলে অরিজিতের সঙ্গে সবার আবেগ মিশে আছে। আর এবার সেই আবেগ হল আরও বলিষ্ঠ। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, ১৪টা গ্র্যামি জয়ী পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার অন্যতম ধনী পপস্টার টেলর সুইফট (Taylor Swift)-কে পিছনে ফেলে এক নম্বরে পৌঁছে গেলেন বঙ্গ তারকা গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)।
গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই (Spotify)। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে পছন্দের গায়ক-গায়িকাকে ‘ফলো’ করার সুযোগও থাকে শ্রোতাদের জন্য। সম্প্রতি সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে হারিয়ে গোটা বিশ্বে এক নম্বরে পৌঁছে গেলেন অরিজিৎ সিং। এই মুহূর্তে স্পটিফাই-তে অরিজিৎ-এর ফলোয়ার সংখ্যা হল ১১ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ১৫৪ জন। অন্যদিকে দ্বিতীয়স্থানে থাকা টেলর সুইফটকে ফলো করেন ১১ কোটি ৭১ লক্ষ ৮৯ হাজার ৯৯৯ জন।
আরও পড়ুন: নন্দনে ব্রাত্য ‘কালিয়াচক চ্যাপ্টার ১’, গর্জে উঠলেন পরিচালক
উল্লেখ্য, ফলোয়ার্স সংখ্যার নিরিখে তিন নম্বর রয়েছেন এড শেরন, তাঁর অনুরাগীর সংখ্যা ১১ কোটি ৫০ লক্ষর আশেপাশে। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে এবং বিলি আইলিশ। এখনও ১০ কোটির গণ্ডি ছাড়াতে পারেননি তাঁরা। বছরখানেক আগেও এই তালিকায় এক নম্বরে ছিলেন এড শেরন। গত বছর অগস্ট মাসে স্পটিফাইতে অরিজিৎ-এর ফলোয়ার সংখ্যা ছিল সাড়ে আট কোটির আশেপাশে। মাত্র একবছরে অরিজিৎ-এর অনুরাগীর সংখ্যা লাফিয়ে বেড়েছে বেশ অনেকটাই। চলতি বছর ফেব্রুয়ারিতে অরিজিৎ-কে হারিয়ে শীর্ষে পৌঁছেছিলেন টেলর সুইফট। তবে মাত্র ৬ মাসের মধ্যেই তাঁকে পিছনে ফেলে এগিয়ে গেলেন বঙ্গ তারকা গায়ক।
দেখুন বিনোদনের আরও খবর