মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর শাহরুখ-পুত্র আরিয়ান খানকে বম্বে হাইকোর্ট একাধিক শর্তে জামিন দিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘নারকটিকস কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি যখনই তদন্ত সাপেক্ষে আরিয়ানকে দেখে পাঠাবে তখনই তাঁকে হাজিরা দিতে হবে। তবে এনসিবি স্পেশাল ইনভেস্টিগেশন টিম এর ডাকতেও পেয়েও রবিবার আরিয়ান হাজিরা দেননি। তদন্তকারী সংস্থার অফিসে যেতে রাজি না হওয়ার কারণ হিসেবে জানা গিয়েছে আরিয়ানের নাকি করোনা উপসর্গ দেখা দিয়েছে। সেই কারণেই নাকি তিনি বাড়ি থেকে বের হতে রাজি হননি। সূত্রের খবর আরিয়ানের তদন্তকারী সংস্থার কাছে অন্য একটি দিন চাওয়া হয়েছে। আরিয়ানের মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ করে সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে এনসিবি। প্রসঙ্গত, গত শনিবার এই মাদক মামলার দায়িত্ব পেয়েছেন ডিডিজি এনসিবি সঞ্জয় সিং। জোনাল ডিরেক্টরের সমীর ওয়াংখাড়ৈকে সরানোর পর এই দায়িত্বে এসেছেন সঞ্জয়। গত শুক্রবার এনসিবি অফিসে হাজিরা দিয়েছিলেন আরিয়ান। ফের রবিবার তাকে এনসিবি সিট ডেকে পাঠিয়েছিল।
Html code here! Replace this with any non empty text and that's it.