কলকাতা: টলিউডে (Tollywood) যেন এখন খুশির মরশুম। জুন মাসেই দ্বিতীয় প্রেগন্যান্সির খবর দেন রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত ১৬ সেপ্টেম্বর টলিউডের পাওয়ার কাপল গৌরব-ঋদ্ধিমার জীবনে এসেছে রাজপুত্র। আর এবার খুশির খবর জিতের পরিবারে। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন টলিউডের সুপারস্টার জিৎ (Jeet)। জীবনের এই খুশির মুহূর্তটাকে সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা।
এদিন, জিৎ স্ত্রী মোহনা আর মেয়ে নবন্যার সঙ্গে চারটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে দেখা যাচ্ছে, তিন জনেই পরে আছেন সি গ্রিন রঙের পোশাক। পরীর সাজে বেবি বাম্পের ফটোশ্যুট করেছেন মোহনা। আর মোহনার বেবি বাম্পে হাত রেখেছেন জিৎ আর নবন্যা। ছবিটি শেয়ার করে অভিনেতা লেখেন, “খুব জলদিই আসতে চলেছে আমাদের পরবর্তী সন্তান, এই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুব খুশি। আমাদের প্রার্থনায় রাখবেন।”
আরও পড়ুন: মা হলেন স্বরা, ২ দিন পর প্রকাশ্যে আনলেন ছবি
জিতকে শুভেচ্ছা জানালেন নুসরত জাহান, অঙ্কুশ হাজরারা। নুসরত লিখলেন, ‘শুভেচ্ছা! গোটা পরিবারকে’। অঙ্কুশ লিখলেন, ‘শুভেচ্ছা জিৎ দা’। খুশি জিতের অনুরাগীরাও। সকলে মিলে ভরিয়ে তুললেন অভিনেতাকে ভালোবাসায়। একজন লিখলেন, ‘এবার যেন একটা ছেলে হয়। তাহলেই পুরো হাম দো অর হামারে দো।’ আরেকজন লিখলেন, ‘আজকের সেরা খবর। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমাদের পরিবারকে সুখ, শান্তি, ভালোবাসা আর আদরে ভরিয়ে রাখে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘এভাবেই হাসতে থাকো সবাই মিলে।’
উল্লেখ্য, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন জিৎ। আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান টলিউডের এই সুপারস্টার। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার প্রথম সন্তানের জন্ম হয়। মেয়ের নাম নবন্যা রাখেন জিৎ। বাংলা ইন্ডাস্ট্রিতে ২১টি বসন্ত পার করে ফেলেছেন জিৎ। গত দু-দশকের ফিল্মি কেরিয়ারে চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন। কিছুদিন আগেই নিজের নতুন ছবি ‘মানুষ’-এর ফার্স্টলুক শেয়ার করেছেন। সূত্রের খবর, ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে ‘মানুষ’।
দেখুন আরও অন্য খবর: