কলকাতা: বাংলায় এবার হাইটেক সায়েন্স ফিকশন ছবি। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে সুপারস্টার জিৎ ও রুক্মিণী জুটিকে। আসছে সৌভিক কুণ্ডু (Sauvik Kundu) পরিচালিত ছবি ‘বুমেরাং’ (Boomerang)। পয়লা বৈশাখে প্রকাশ্যে এল ছবির টিজার (Boomerang Teaser)। ছবির টিজার সোশ্যাল মিডিয়া শেয়ার করে জিৎ লিখেছেন, ‘নতুন বছরের নতুন সৃষ্টি, শুভ নববর্ষ’।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪২)
ছবির টিজারে একেবারে অন্যরকম লুকে ধরা দিলেন জিৎ। একটি দুর্ধর্ষ বাইকের উপর ব্যাগ কাঁধে উড়তে দেখা গেল তাঁকে। পরনে কালো জ্যাকেট এবং প্যান্ট। হাতে বাইকার গ্লাভস এবং চোখে রোদ চশমা। বাইকটি যে সে বাইক নয়, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। এই ছবিতে জিনিয়াস সমর সেনের চরিত্রে দেখা যাবে জিৎ (Jeet)-কে। টিজারে হিউম্যান রোবটের ভূমিকায় দেখা গেল রুক্মিণী (Rukmini Maitra)-কে।
আরও পড়ুন: হ্যাকারদের ফাঁদে পড়লেন রুক্মিণী!
‘বুমেরাং’ ছবির হাত ধরে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছে একরাশ নতুন প্রযুক্তি। ছবিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের প্রযুক্তির ‘সিনেবট’ ক্যামেরা। ছবির মান আরও উন্নত করার জন্যেই ব্যবহার হচ্ছে এই নতুন প্রযুক্তির। শুধু ক্যামেরাই নয়, এডিটিং সফটওয়্যারেও থাকছে নতুনত্বের ছোঁয়া। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে জিতের প্রযোজনা সংস্থা, জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড (Jeetz Filmworks Private Limited)। সাইন্স ফিকশন কমেডি ঘরানার ছবি ‘বুমেরাং’ আগামী ৭ জুন প্রেক্ষাগৃহে আসছে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, দেবচন্দ্রিমা সিংহ রায়, অম্বরীশ ভট্টাচার্যকে।
আরও খবর দেখুন