কলকাতা: বাংলা টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। কেরিয়ারে যথেষ্ট সফল তিনি। চলতি বছরেই তৃণমূল (TMC) নেতা সৌম্য বক্সীর সঙ্গে গাঁটছড়া বাধেন অভিনেত্রী। কিন্তু দীপাবলির এই উৎসবের মরসুমে বেরঙিন সুদীপ্তার জীবন। সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছেন তিনি। গত ১০ নভেম্বর শুক্রবার প্রয়াত হয়েছেন সুদীপ্তার বাবা। বাবাকে হারিয়ে একেবারে শোকস্তব্ধ ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। দুর্গাপুজোর সময়ই সুদীপ্তা জানিয়েছিলেন তাঁর বাবা অসুস্থ। উৎসবের দিনে সুদীপ্তার মতো হাসিখুশি মেয়ের জীবনের এই দুর্ঘটনা সত্যেই বেদনাদায়ক।
সুদীপ্তা সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুবই সক্রিয়। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সুখের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। রিল ভিডিয়ো থেকে ছবি সবই শেয়ার করেন অভিনেত্রী। কিন্তু, মাজমাধ্যমের পেজে কোথাও বাবাকে হারানোর কথা জানাননি সুদীপ্তা। তবে তাঁর হোয়াটসঅ্যাপ ডিপি বদলেছে। সেখানে টু উইন্ডো করে বাবার সঙ্গে ছবি দিয়েছেন সুদীপ্তা।
আরও পড়ুন: নতুন বছরে নতুন চমক, এবার এক ফ্রেমে দেব-সোহম-অঙ্কুশ
সম্প্রতি দাদাগিরি সিজন ১০- এ অংশ নিয়েছিলেন। সেখানে এসে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। বিয়ের আগে আর পরে শাশুড়ির সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট মিসেস বক্সী। তিনি জানান, বিয়ের আগে তিনি ভাবতেব শাশুড়ি হয়তো তাঁকে পছন্দ করবেন না। কিন্তু, পরের চিত্রটা একেবারে অন্যরকম। ননদ আর বউমার মধ্যে কোনও ফারাক করেন না তাঁর স্বামী সৌম্য বক্সীর মা স্মিতা বক্সী। আদরে যত্নে ভালোবাসায় ভরিয়ে রাখেন বাড়ির বউকে।
দেখুন আরও অন্য খবর: