কলকাতা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর আমেজ কাটতে না কাটতে শুরু হয়ে যাবে বাঙালির সিনে উৎসব। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এবারেরের চলচ্চিত্র উৎসবের মঞ্চে বেঙ্গলি প্যানোরমা বিভাগে মনোনয়ন পেয়েছে ‘বিজয়ার পরে’। ডেবিউ পরিচালক অভিজিৎ শ্রী দাসের ছবির মনোনয়নের খবরে খুশি বাংলা ছবির দর্শক।
‘বিজয়ার পরে’ ছবিটি অভিজিৎ শ্রী দাসের প্রথম বড় ছবি। বোধনে যার শুরু, বিজয়া মানেই কি তার শেষ? এই প্রশ্নের উত্তর খুঁজবে ছবি। ছবিতে দীপঙ্কর দে, মমতাশঙ্কর, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলি। মূলত, সম্পর্ক-ভালোবাসার গল্প বলবে পারিবারিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবি। বিশেষ করে উৎসবের মরসুমে একই পরিবারের আলাদা প্রজন্মের গল্প বলবে ‘বিজয়ার পরে’। এই ছবি দর্শকের ভালো লাগবে বলে আশাবাদী নবাগত পরিচালক।
আরও পড়ুন: ভারতের বিশ্বজয়ের আশায় বিশেষ বার্তা বলিউড বাদশার
বিজয়ার পরে -এই ছবির হাত ধরে বড় পর্দায় ফিরেছে মীর-স্বস্তিকা জুটি। ২০১৯ -এ মাইকেল ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। পাশাপাশি, এই ছবিতে মমতা ম্যাজিক অনবদ্য। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিজয়ার পরে’ ছবিটি মনোনয়ন পেয়ে আরও একবার আন্তর্জাতিক স্তরে মউক উজ্জ্বল করল বাংলা ছবি।
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরামা বিভাগে মনোনয়ন পেয়েছে মোট ছটি ছবি। তালিকায়, ‘মনপতঙ্গ’, ‘বনবিবি’, ‘বিজয়ার পরে’, ‘মাতৃপক্ষ’, ‘আবার আসিব ফিরে’, ‘অনাথ’। মুক্তির আগেই রানা সরকারের ‘বনবিবি’ কলকাতা চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। মুখ্য আকর্ষণ পার্নো মিত্র, দিব্যেন্দু ভট্টাচার্য। রাজদীপ ঘোষের পরিচালনায় সুন্দরবনের বিধবা পল্লী, তাঁদের প্রেম-অপ্রেম, জীবনযাত্রা—ছবির বিষয়। পাশাপাশি উঠে এসেছে সেখানকার অন্ধকার দিকও। পরিচালকের আশা, ‘বনবিনি’ উৎসবে জায়গা করে নেওয়ায় ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়বে।
দেখুন আরও অন্য খবর: