মুম্বই: কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) পরিচালিত ও অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’ আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে কি না এবং সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাবে কি না সে বিষয় নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। ছবিটির রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়ার কারণে, ভারতীয় সেন্সর বোর্ড কিছু কাটছাঁটের সুপারিশ করেছে। এরই মধ্যে নতুন দেশাত্মবোধক ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। ছবির নাম ‘ভারত ভাগ্য বিধাতা’।
ফ্লোটিং রকস এন্টারটেইনমেন্ট এবং ইউনোয়া ফিল্মসের আদি শর্মার সঙ্গে কঙ্গনা একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে সম্প্রতি সেই খবরই ভাগ করে নিয়েছেন দর্শকদের সঙ্গে। সোশ্যাল মিডিয়া পোস্টে কঙ্গনাকে আদি শর্মা ও ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। ‘ভারত ভাগ্য বিধাতা’ (Bharat Bhhagya Biddhaata) ছবিটি দেশনায়কদের প্রতি শ্রদ্ধার্ঘ্য বলেই জানিয়েছেন প্রযোজক আদি শর্মা।
View this post on Instagram
আরও পড়ুন: নিয়ম না মানার হুঁশিয়ারি, নেটিজেনদের আচরণে ক্ষুব্ধ স্বস্তিকা!
‘ইমার্জেন্সি’-র পর আবারও এই ছবির জন্যই পরিচালকের আসনে বসতে চলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ছবির কাহিনি লিখেছেন জনপ্রিয় লেখক মনোজ তাপাদিয়া। আগামী মাস থেকেই ছবির কাজ শুরু হবে বলেই বি-টাউন সূত্রে খবর।
দেখুন বিনোদনের আরও খবর