‘তানসেনের তানপুরা’র ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের শ্যুটিংয়ের কাজ নিয়ে ইদানিং ব্যস্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় । তার মাঝেই রোববারের দুপুরটা আরামের মেজাজে কাটালেন। তবে ছুটির এই দুপুরে বিক্রমের সঙ্গী ছিলাম সারমেয় আদর। অভিনেতা শ্যুটিংয়ের কাজে বেশিরভাগ সময়ই ঘরের বাইরে কাটাচ্ছেন তাই বিক্রমকে ছুটির দিনে পেয়ে অভিনেতার প্রিয় সারমেয় আদর তাঁকে কাছ ছাড়া করতে চাইছে না। আদরের সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্ত নিজের ফ্যানদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা নিজেই।
আরও পড়ুন: ‘মুখোশ’ মুক্তির আনন্দে বিরসা দাশগুপ্ত
বিক্রম নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করতেই আদরের প্রতি ভালবাসার কমেন্টে ভরে যায় বিক্রমের সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স। সেই কমেন্টেই বিক্রমের বন্ধু ওয়েন্দ্রিলা সেন আদরের প্রতি ভালবাসা জানিয়েছে। এমনিতেই বিক্রমের কাছের মানুষ ও ফ্যানরা সকলেই জানে সারমেয়োদের প্রতি বিক্রমের প্রেম। সোশ্যাল মিডিয়ার বিক্রম খুবই অ্যাকটিভ থাকেন।নিজের জীবনের নানা মুহূর্ত তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করেন। সেই রকমই আদরের সঙ্গে ভিডিও টি তিনি ইনস্টাগ্রামের পেজে শেয়ার করেন।
কাজের ফাঁকে রোববারের ছুটির দিনটা বিক্রম একটু আরাম করেই আবার শ্যুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়বেন।বিক্রম ও আদরের এই ভিডিও সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে।