Placeholder canvas
Homeবিনোদনদেখতে দেখতে এক বছর পূর্ণ বিপাশা কন্যার

দেখতে দেখতে এক বছর পূর্ণ বিপাশা কন্যার

১২ নভেম্বর দীপাবলির দিন এক বছর পূর্ণ হল দেবীর

কলকাতা: ছোট্ট দেবীর (Devi) দেখতে দেখতে এক বছর বয়স হয়ে গেল। অনেক ঝড় গিয়েছে মেয়ের জন্মের পর। হার্টে দুটো বড় ছিদ্র নিয়ে জন্মেছিল দেবী। ডাক্তারদের কথা শুনে সেইসময়ে ভেঙে পড়েছিলেন মা বিপাশা বসু (Bipasha Basu)। আজও দেবীর হার্টের ফুটোর কথা ভাবলে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তবু সবকিছু ভুলে আজ তাঁর জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি কন্যা। ১২ নভেম্বর দীপাবলির দিন এক বছর পূর্ণ হল দেবীর।

মেয়ের জন্মদিনে মা হাওয়ার সেই সফরকেই ফিরে দেখলেন বিপাশা বসু। পোস্ট করলেন দেবীর জন্মের পর তোলা প্রথম ছবি। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় তখনও চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন বিপাশা। পাশেই তোয়ালে মোড়া সদ্যোজাত দেবীকে কোলে নিয়ে রয়েছেন বাবা করণ। আর স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন স্ত্রীয়ের কপালে। সেই ছোট্ট দেবী পায়ে পায়ে এক বছর পূর্ণ করল।

আরও পড়ুন: প্রথম দিনে বক্স অফিসে কত আয় হল টাইগার ৩-র?

ছবি পোস্ট করে বিপাশা লিখেছেন, “জন্মের জাদু। মাম্মার পেটে নয় মাস এবং এখন দেবীর বয়স এক বছর। এই সময়টি আমাদের জীবনের সবচেয়ে আশ্চর্যজনক সময় ছিল। আমাদের ছোট্ট দেবী দেবীর সঙ্গে অনেক অনেক অ্যাডভেঞ্চারের অপেক্ষায়। আমি সবসময় ওর বেড়ে ওঠা চারপাশের সুন্দর যাদুকরী মুহূর্ত নিয়ে আশ্চর্য হয়ে যায়। এবং এখন তাঁর প্রথম জন্মদিন এবং দীপাবলি একইদিনে পালিত হচ্ছে। তিনি সত্যিই আমাদের জন্য মায়ের আশীর্বাদ। আমাদের মা লক্ষ্মী। সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। দেবীর জন্য অনেক ভালোবাসা এবং সকলকে আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ।”

দেখুন আরও অন্য খবর:

Colour Bar | কেমন হলো টাইগার ৩? দেখুন কালার বার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments