কলকাতা: আরজিকর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে উত্তাল সারা দেশ। ন্যায়ের লড়াইয়ে পথে নেমেছেন আট থেকে আশি। রাত দখলের লড়াইয়ে নেমে পড়েছেন ছাত্র, যুব, জনতা, তারকারাও। প্রতিবাদে মুখ খুলেছেন টলিপাড়ার জনপ্রিয় ব্যক্তিত্বরা। এবার সকলের সঙ্গে আওয়াজ তুললেন বলি তারকারাও, ন্যায় বিচার চাইলেন বাদশা কন্যা।
আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হলেন শাহরুখ কন্যা সুহানা খান (Suhana Khan), অভিনেতা হৃতিক রোশন (Hrithik Roshan), করিনা কাপুর (Kareena Kapoor Khan), আয়ুষ্মানরা। সোশ্যাল মিডিয়া পোস্টে করিনা কাপুর খান লিখেছেন, “১২ বছর সেই একই ঘটনা, সেই একই প্রতিবাদ। কিন্তু তাও আমরা বদলের অপেক্ষা করছি।”
View this post on Instagram
আরও পড়ুন: জাতীয় পুরস্কারের মঞ্চে কারা হলেন সেরার সেরা, দেখুন
অন্যদিকে, মৃত চিকিৎসকের পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন হৃতিক রোশন। আরজি কর কাণ্ডে নির্যাতিতার সঠিক বিচারের আওয়াজ তুলেছেন সুহানা। পাশাপাশি, আর জি কর কাণ্ডের প্রতিবাদে অভিনেতা আয়ুষ্মান ঘুরানা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কবিতাপাঠ করতে দেখা গিয়েছে অভিনেতাকে। আয়ুষ্মানের সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
View this post on Instagram
দেখুন বিনোদনের আরও খবর