Placeholder canvas
Homeবিনোদননতুন বছরে কলকাতায় আসছেন কাজল

নতুন বছরে কলকাতায় আসছেন কাজল

জানুয়ারির শেষের দিকে শহরে আসবেন অভিনেত্রী

কলকাতা: বহুবার কলকাতায় এসেছেন তিনি। তবে মূলত ছবির প্রচারে। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চেও তাঁকে দেখা গিয়েছিল। বলিউড সূত্রের খবর, ফের কলকাতায় (Kolkata) আসছেন বলিউড (Bollywood) অভিনেত্রী কাজল (Kajol)। তবে কোনও ঝটিকা সফর নয়, এবার ছবির শুটিংয়ের জন্য কলকাতায় আসছেন তিনি। জানা যাচ্ছে, টলিউডের এক পরিচালকের ছবিতে দেখা যাবে বলিউড ডিভাকে। তবে কার ছবি, কোন ছবি, সেই তথ্য ফাঁস করতে চাইছেন না কেউই।

শুধুমাত্র জানা গিয়েছে, ছবির নাম ‘মা’। ছবিটি প্রযোজনা করছেন অজয় দেবগণ। জানুয়ারির শেষের দিকে শহরে আসবেন অভিনেত্রী। যদিও তাঁর আগে নভেম্বরে রেইকি করতে আসবে অভিনেত্রীর টিম। সম্প্রতি, অজয় দেবগনের প্রযোজনায় ‘ময়দান’ ছবির শুটিং হয়েছে কলকাতায়। কলকাতার বেশ কিছু কলাকুশলী কাজ করেছিলেন এই ছবিতে। শুটিং গত বছর শেষ হলেও ছবি মুক্তির দিন এখনও অজানা। অন্যদিকে, এর আগে ‘সালাম ভেঙ্কি’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন কাজল। এবার ফের ছবির শুটিংয়ের জন্য আসবেন কলকাতায়।

আরও পড়ুন: নজরুল গীতি রিমেক করে রোষের মুখে এ আর রহমান

উল্লেখ্য, অভিনেত্রী তনুজার কন্যা কাজল। বাবা তনু মুখোপাধ্যায় বাঙালি পরিচালক। কলকাতার বাড়ি। কাজলের বিয়ে হয়েছে পঞ্জাবী পরিবারে। তবে বাবা বাঙালি হওয়ার সূত্রে কাজলের মধ্যে বাঙালিয়ানা ভরপুর। মুম্বইতে ঘটা করে দুর্গা পুজো পালন করেন তিনি। প্রয়াত পরিচালক প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে এক সিঙ্গল মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। এবং সেই ছবিতে তাঁর ছেলের চরিত্র দেখা গিয়েছিল ঋদ্ধি সেনকে।

দেখুন আরও অন্য খবর:

Colour Bar | বাংলা সিরিয়ালের TRP-র তালিকায় বড় পরিবর্তন, দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular

Recent Comments