মুম্বই: আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2024), প্রতিবছরই গণেশ চতুর্থী উপলক্ষে উৎসবে মেতে ওঠে গোটা মহারাষ্ট্র। প্রতিবছরের মতো এবছরেও সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠেছে গোটা মুম্বই। সকলের সঙ্গে মেতে উঠেছেন বলিতারকারাও। গণেশ চতুর্থী উদযাপন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেকেই সোশ্যাল মিডিয়ায় খুশির মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছেন।
আরও পড়ুন: স্পষ্ট বেবিবাম্প, রণবীরকে নিয়ে মন্দিরে গেলেন দীপিকা
অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday) গণপতি মূর্তি বাড়িতে আনার সময় তার পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডের সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ক্যাপশনে লিখেছেন, ‘বাড়িতে স্বাগত বাপ্পা’।
View this post on Instagram
অন্যদিকে, গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজায় গিয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিদ্ধিদাতার সঙ্গে একজোড়া ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে শ্রী গনেশের কাছে আশীর্বাদ নিতে দেখা গেছে।
View this post on Instagram
অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেও তাঁর পরিবারের সকলের সঙ্গে গণপতি বরণের অনুষ্ঠানে মেতে উঠেছিলেন। স্বামী ভিকি জৈনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নীল শাড়ি পড়ে আরতি করার ভিডিও শেয়ার করে অনুরাগীদের গনেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কিতা।
View this post on Instagram
গণেশ চতুর্থী উপলক্ষে বেগুনি কাঞ্জিভরম শাড়িতে সেজে উঠেছিলেন শর্বরী। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া, বছরের সবচেয়ে প্রিয় উৎসবের দিন। এই বছর আমার শাড়িটি একটি ৩৫ বছরের পুরানো কাঞ্জিভরম শাড়ি যা আমার আজি থেকে আমার আই এবং আজ আমাকে দেওয়া হয়েছে। শুভ গণেশ চতুর্থী।
View this post on Instagram
পাশাপাশি, পুষ্পা তারকা আল্লু অর্জুনও তাঁর বাসভবনে গণেশ চতুর্থী উদযাপনে মেতে উঠেছিলেন পরিবারের সঙ্গে। সামান্থা রুথ প্রভু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন গণেশ চতুর্থী উদযাপনের একগুচ্ছ ছবি। সবমিলিয়ে দক্ষিণী দুনিয়া এবং বলিপাড়ায় জমজমাট গণেশ চতুর্থীর অনুষ্ঠান।
দেখুন বিনোদনের আরও খবর