skip to content
Saturday, March 22, 2025
Homeবিনোদনপুজোয় বাংলা ছবির বক্স অফিসে জমবে লড়াই!

পুজোয় বাংলা ছবির বক্স অফিসে জমবে লড়াই!

অনেকদিন পর ছবিতে ভিক্টরের বন্দ্যোপাধ্যায়

Follow Us :

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। স্বাভাবিক কারণেই বক্স অফিসে চলবে জোরালো টক্কর। করোনা অতিমারির পর বাঙলা ছবির দর্শকরা আবার কিছুটা হল মুখি হয়েছেন। পুজোর ফেস্টিভ মুডে বাঙালি দর্শকদের মুক্তি পাওয়া নতুন ছবি দেখতে প্রেক্ষাগৃহে যেতে দেখা যায়। কোন কোন প্রেক্ষাগৃহ ‘হাউজফুল’ও দেখা যায়।
এবারের উৎসব মরশুমে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। যার মধ্যে রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’। যে ছবির প্রচার চলছে জোর কদমে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য,জয়া আহসান রয়েছেন এই ছবিতে। বাংলার প্রথম কফ ইউনিভার্স তৈরি হয়েছে এই পুজোতে। সিজিতের ‘বাইশে শ্রাবণে’র প্রবীর চৌধুরী অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ‘ভিঞ্চিদা’র বিজয় পোদ্দার অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য এবার হাত মিলিয়ে কাজ করবেন এই ছবিতে। জনপ্রিয় এই তারকাদের তালিকা দেখে দর্শকরা অবশ্যই ভিড় করবেন প্রেক্ষাগৃহে। তাছাড়া সৃজিত মুখোপাধ্যায়ের ছবির একটা অন্য আকর্ষণ থাকে সাধারণ দর্শকদের কাছে। ছবিটি মুক্তি পাবে ১৯অক্টোবর। ভক্তদের ধারণা বক্স অফিসে এই ছবি অন্যান্য ছবিগুলোকে যথেষ্ট টক্কর দেবে।

আরও পড়ুন: বেটিং অ্যাপ-কান্ডে শ্রদ্ধা কাপুরকেও ইডির তলব

এছাড়াও পুজোয় মুক্তি পাচ্ছে দেবের ‘বাঘাযতীন’। অরুণ রায় পরিচালিত এই ছবিতে দেব ছাড়াও থাকবেন সৃজা দত্ত। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে ধরা দেবেন টলিউডের সুপারস্টার দেব। দেবকে বাঘা যতীনের বিভিন্ন রূপে দর্শকরা যথেষ্ট পছন্দ করেছেন। শুধু বাংলা নয় হিন্দি ডাবিং সহ এই ছবি মুক্তি পাবে। পুজোয় বড় পর্দায় বাঘের সঙ্গে বাঘাযতীনের লড়াই দেখতে দর্শকরা যথেষ্ট আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সাম্প্রতিককালে দেবের বেশ কিছু ছবি দর্শক মনকে যথেষ্ট টেনেছে। এই ছবিটি ও মুক্তি পাবে ১৯ অক্টোবর।
‘জঙ্গলে মিতিন মাসি’ যথেষ্ট প্রচারের আলোতে রয়েছে। কোয়েল মল্লিক অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। এই ছবিটিও পুজো উপলক্ষে একই দিনে মুক্তি পেতে চলেছে। সুচিত্রা ভট্টাচার্যের লেখা থেকে অনুপ্রাণিত হয়ে অরিন্দম তৈরি করেছেন এই ছবি। সারন্ডার জঙ্গলে হাতি হত্যার ঘটনা ঘটে, সেই চোরাশিকারীদের ধরতে প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়কে দরকার হয়। তিনিই হলেন মিতিন মাসি। যে চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। মগজাস্ত্র এবং জমাটি অ্যাকশন থাকবে এই ছবিতে।
এর আগে ২০১৯ সালে কোয়েলকে নিয়ে তৈরি করেছিলেন অরিন্দম ‘মিতিন মাসি’। যা বক্সঅফিসে যথেষ্ট সাফল্য পেয়েছিল। দর্শকদের আশা এবারেও এই ছবিবক্স অফিসে দাগ কাটবে।


শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ’ ছবিটিও পুজোর সময় একই দিনে মুক্তি পাবে। সম্পূর্ণ থ্রিলার ধর্মী এই ছবিতে প্রথমবার দেখা যাবে আবীর- মিমির জুটিকে। এছাড়াও এই ছবিতে থাকবেন ভিক্টরের বন্দ্যোপাধ্যায় ও অনুসূয়া মজুমদার। অনেকদিন পর বড় পর্দায় দেখা যাবে ভিক্টরকে। জানা গেছে এই ছবির সঙ্গে দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র আছে। কাজেই দর্শকদের বিশেষভাবে আকর্ষণ থাকবে এই ছবির প্রতি। একটি বাস্তব ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে ছবিটি তৈরি করা হয়েছে। বাংলা ছাড়াও অন্যান্য ভাষায় ডাবিং করে মুক্তি পাবে ‘রক্তবীজ’। অন্যতম জনপ্রিয় টলিউড নায়ক আবীর চট্টোপাধ্যায় এর অ্যাকশন দেখতে নাকি দর্শকরা হলমুখী হবেন বলে ছবির নির্মাতারা বিশ্বাস করেন। অ্যাকশন সিকোয়েন্সে আবির নাকি বডি ডাবল নেননি। যা এই ছবির অন্যতম বিশেষ আকর্ষণ। এখন দেখার বক্স অফিসে এই ছবি কতটা টক্কর দিতে পারে!

আরও খবর দেখুন: 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Dilip Ghosh | ঘরে ঢুকে মুখ ফা*টিয়ে দেব, দিলীপের পাল্টা অপরূপা, দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর বাণিজ্য সফর, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
IPL | Eden Gardens | ইডেন ম‍্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? রাত ক’টা পর্যন্ত খেলা চালানো সম্ভব?
00:00
Video thumbnail
Weather Update | ধেয়ে আসছে ঝড় প্রবল বৃষ্টি, কোন কোন জেলায়?
00:00
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর বাণিজ্য সফর, দেখুন সরাসরি
01:31:46
Video thumbnail
Weather Update | শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়-বৃষ্টি, কোন জেলায় কী হবে? দেখুন বড় আপডেট
02:51:08
Video thumbnail
IPL 2025 | ইডেনে আইপিএলের মেগা সেলিব্রেশন ‘পাঠান’ সিনেমার ডায়লগ লিখে সোশ‍্যাল পোস্ট শাহরুখের
04:55:23
Video thumbnail
IPL | Eden Gardens | ইডেন ম‍্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? রাত ক’টা পর্যন্ত খেলা চালানো সম্ভব?
07:34:14
Video thumbnail
Weather Update | ধেয়ে আসছে ঝড় প্রবল বৃষ্টি, কোন কোন জেলায়?
08:48:42
Video thumbnail
Sheikh Hasina | এই প্রথম সরাসরি বক্তব্য রাখছেন শেখ হাসিনা, দেখুন Live
11:51:38