নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রদর্শিত হল কিরণ রাও (Kiran Rao) পরিচালিত ছবি ‘লাপতা লেডিস’ (Laapataa Ladies)। লিঙ্গসাম্যের থিম নিয়ে তৈরি ছবিটি সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে একসঙ্গে দেখেন বিচারক এবং রেজিস্ট্রির সদস্যেরা। বিকেল ৪.১৫-মিনিট নাগাদ শুরু হয় ছবির স্পেশাল স্ক্রিনিং। সেই কারণেই শীর্ষ আদালতে যান অভিনেতা আমির খান (Aamir Khan)। আর তাতেই যেন চমকে উঠলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud)।
শুক্রবার সুপ্রিম কোর্টে ‘লাপাতা লেডিজ’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে আমির খানকে দেখে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বলেন, “আমি কোনও হুড়োহুড়ি চাই না। আমির খান এসে গিয়েছেন এখানে।” আসলে মজার ছলেই মন্তব্যটি করেছেন শীর্ষ আদালতের বিচারপতি। জানা যাচ্ছে, তিনি নিজে সি-ব্লকের প্রশাসনিক ভবনে অন্যান্য বিচারপতিদের সঙ্গে কিরণ পরিচালিত সিনেমাটি দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের বেশ কিছু ভিডিও ভাইরালও হয়েছে।
#WATCH | Delhi: Actor Aamir Khan arrives at the Supreme Court to attend the screening of his movie Laapataa Ladies.
The movie is being screened here as part of gender sensitisation programme. pic.twitter.com/jnAyvVasaH
— ANI (@ANI) August 9, 2024
আরও পড়ুন: নন্দনে ব্রাত্য ‘কালিয়াচক চ্যাপ্টার ১’, গর্জে উঠলেন পরিচালক
উল্লেখ্য, গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। ছবির অন্যতম প্রযোজক বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটের এই ছবিটি পঁচিশ কোটি টাকার একটু বেশি আয় করেছে। স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রানটা ও নীতাংশি গোয়েল অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে সেভাবে সমাদৃত না হলেও OTT-তে দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছে।
দেখুন বিনোদনের আরও খবর