লস অ্যাঞ্জেলেস: বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘চিলিং অ্যাডভেঞ্চার্স অফ সাব্রিনা’ খ্যাত অভিনেতা চান্স পারডোমো (Chance Perdomo)। তবে কীভাবে দুর্ঘটনার ঘটেছে তা এখনও জানা যায়নি। চান্সের সহকারী দুর্ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন। অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহকর্মীরাও।
মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল মাত্র ২৭ বছর।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)
ব্রিটিশ-আমেরিকান অভিনেতা চান্স পারডোমা জন্মগ্রহণ করেন লস অ্যাঞ্জেলেসে। তবে তার বেড়ে উঠা সাউদাম্পটনে। ২০১৬ সালে শর্টফিল্ম ‘লংফিল্ড ড্রাইভ’-র মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। তারপর ‘আফটার উই ফেল’র মাধ্যমে দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেতা।
আরও পড়ুন: গরমের ছুটিতেই থ্রি মাস্কেটিয়ার্সকে নিয়ে ফিরছেন সন্দীপ রায়
২০১৮ সালে নেটফ্লিক্সের ‘চিলিং অ্যাডভেঞ্চার্স অফ সাব্রিনা’ সিরিজে অ্যামব্রোসের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। ‘আফটার’ সিরিজের তিনটি ছবিতেই অভিনয় করেছেন চান্স। ২০২৩ সালে অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘জেন ভি’-তে শেষবার দেখা গিয়েছিল অভিনেতাকে।
আরও খবর দেখুন