কলকাতা: আরজি কর-কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে দফায় দফায় পথে নেমেছেন বিনোদন জগতের তারকারা। সঠিক বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন টলিপাড়ার অনেকেই। কিন্তু মর্মান্তিক আরজি কর-কাণ্ড নিয়ে এখনও নীরব অভিনেতা-পরিচালক অনির্বাণ ভটাচার্য (Anirban Bhattacharya)। আর তাঁর এই নীরবতা নিয়েই নেটাগরিকদের প্রশ্ন, আরজি কর-কাণ্ডে অনির্বাণ এখনও কেন চুপ করে রয়েছেন? শুরু হয়েছে নানান সমালোচনাও।
এমনই আবহে অনির্বাণের নীরবতাকে পূর্ণ সমর্থন জানালেন টলিপাড়ার আরও এক জনপ্রিয় পরিচালক দেবালয় ভটাচার্য (Debaloy Bhattacharya)। আরজি কর কাণ্ডে এবার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যের নীরবতার পক্ষেই সোচ্চার হলেন দেবালয়।
আরও পড়ুন: ‘ছাবা’-র ঝলকে বড় চমক, শম্ভাজি মহারাজের চরিত্রে দুর্ধর্ষ ভিকি!
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অনির্বাণ প্রসঙ্গে দেবালয় লেখেন, ‘‘অনির্বাণ ভট্টাচার্য কেন নীরব, তাই নিয়ে দেখছি নানা ক্ষোভ। তিনি একজন শিল্পী। তাঁর কাজ নয় গিয়ে মিডিয়ার সামনে বক্তব্য রাখা। তাঁর কাজ তাঁর কাজে, নাটক সিনেমাতে তাঁর বক্তব্য রাখা। সেটা না করতে পারলে তাঁকে দুষতে পারেন।’’
সেলেব্রেটিদের ফানুসের সঙ্গে তুলনা করে দেবালয় আরও বলেছেন, ‘সেলেব্রিটি’ কোনও আন্দোলনের চালিকাশক্তি হতে পারে না। আরজি কর-কাণ্ডের পরবর্তী ঘটনা রাজনৈতিক। সেখানে তারকাদের প্রাধান্য কেন দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক। দেবালয় লিখেছেন, ‘‘সেলেবরা বলছেন, কারণ, সুশীল সমাজে কোনও নেতা নেই, বিপক্ষ নেই। ব্রিটিশ ভারতের বিরুদ্ধে গান্ধীর কথা শুনত লোকে, ফিয়ারলেস নাদিয়ার বক্তব্য নিত না।’’ দেবালয়ের এই পোস্টের পরেই টলিপাড়ায় নতুন করে শোরগোল শুরু হয়েছে।
দেখুন বিনোদনের আরও খবর