মুম্বই: সেপ্টেম্বরে সন্তান আসার খবর আগেই জানিয়েছিলেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাডুকোন (Deepika Padukone), রণবীর সিং (Ranveer Singh)। দুই থেকে তিন হওয়ার অপেক্ষার আর মাত্র ক’দিন। দীপবীরের কোল আলো করে আসছে তাঁদের একরত্তি সন্তান। তার আগেই মাতৃত্বকালীন বিশেষ ফোটোশুটের ছবি প্রকাশ্যে এনে সকলকে চমকে দিলেন তারকা দম্পতি।
সাদা-কালো একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল অন্তঃসত্ত্বা দীপিকাকে সোহাগে-আদরে ভরাচ্ছেন রণবীর। দু’জনেই হাসিমুখে ধরা দিয়েছেন প্রতিটি ছবিতে। কয়েকটি ছবিতে দীপিকা একাও রয়েছেন। ফোটোশুটের জন্য একাধিক পোশাক বেছে নিয়েছেন অভিনেত্রী। রণবীরের পরনে টি-শার্ট।
View this post on Instagram
আরও পড়ুন: কবে, কোথায় জন্ম নেবে দীপবীরের সন্তান? প্রকাশ্যে এল বড় খবর
উল্লেখ্য, অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা প্রকাশ্যে আনার পর থেকেই দীপিকা পাড়ুকোনের বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা-সমালোচনা হয়েছে। কেউ বলেছেন সারোগেসির সাহায্যে মা হচ্ছেন দীপিকা, তাঁর স্ফীতোদর নাকি নকল। এবার নিন্দকদের মুখ বন্ধ করে হাসি মুখে ধরা দিলেন হবু মা।
দেখুন বিনোদনের আরও খবর