দিল্লি: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) একটি ভিডিও। তাতে দেখা গিয়েছিল, কালো ডিপনেক পোশাক পরে একটি লিফটে অভিনেত্রী। এক সাংবাদিক প্রথম এই ভিডিওটি ভুয়ো বলে জানিয়ে এক্স হ্যান্ডলে আসল ভিডিওটি পোস্ট করেন।
আসল ভিডিওটি ছিল ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তাঁর মুখ বদলে অভিনেত্রী রশ্মিকার মুখ বসিয়ে দেওয়া হয়। একই জঘন্য ব্যাপার ঘটেছে বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, কাজল, আলিয়াদের ক্ষেত্রেও।
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’ রূপে দর্শকদের সমানে আসতে চলেছেন দেব
রশ্মিকার ‘ডিপফেক ভিডিও’ মামলায় (deepfake case) তদন্ত শুরু হয়েছিল বেশ কিছুদিন আগেই। আর এবার সেই তদন্তের জেরেই খোঁজ মিলল চার সন্দেহভাজনের। বুধবার সকালে দিল্লি পুলিশ (Delhi Police) ‘ডিপফেক ভিডিও’ কাণ্ডের ওই চারজনের সন্ধান পেয়েছে বলে খবর। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তারা প্রত্যেকেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল কিন্তু ভিডিওটি তৈরি করেনি। ফলে মূল অপরাধীর সন্ধান এখনও চালাচ্ছে পুলিশ।
আরও অন্য খবর দেখুন