কলকাতা: ডিসেম্বর মানেই টলিপাড়ায় দেবের ছবি থাকবেই। দেবের অভিনয় এবং প্রযোজনা সঙ্গে অভিজিৎ সেনের পরিচালনা এবং অতনু রায়চৌধুরী নিবেদিত ছবি মানেই শীতের ছুটি জমজমাট। ইতিমধ্যেই এই ত্রয়ীর জুটি হ্যাট্রিক করে ফেলেছে। মুক্তি পেয়ে গিয়েছে তিন তিনটি ছবি- টনিক, প্রজাপতি এবং প্রধান। তিনটি ছবিই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। চলতি বছরের ডিসেম্বরে নতুন কোন চমক সাজাচ্ছেন
দেব-অভিজিৎ সেন জুটি? সেই নিয়েই আলোচনা চলছে চলছে অনেকদিন ধরেই। এবার এল আপডেট।
টলিপাড়া সূত্রে খবর, ‘প্রজাপতি’-র পর আবারও দেব-মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) জুটিকে পর্দায় নিয়ে আসছেন পরিচালক অভিজিৎ সেন (Avijit Sen)। ছবির নাম ‘প্রতীক্ষা’ (Pratiksha)। এই ছবিতে বড় চমক বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন (Tasnia Farin)। তাঁর সঙ্গেই এবার জুটি বাঁধতে চলেছেন টলি সুপারস্টার দেব (Dev)। তবে বিগত কয়েকবছরের মতো চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে না দেব-অভিজিৎ সেন জুটির নতুন ছবি। বিগত তিন বছরের ধারায় এবার বদল আসছে।
আরও পড়ুন: ব্যাট হাতে ২২ গজে রুক্মিণী, চার-ছয়ের সঙ্গী দেব
জানা যাচ্ছে, শীতের ছুটিতে মুক্তি পাবে না দেব-তাসনিয়া অভিনীত ‘প্রতীক্ষা’। বরং তখন আসবে দেব অভিনীত বিগ বাজেট ছবি ‘খাদান’। আর আগামী বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে আসবে দেব-অভিজিৎ সেন জুটির চতুর্থ ছবি। সূত্রের খবর, এই ছবির অধিকাংশ শুটিং হবে লন্ডনে, বাকিটা কলকাতায়। ছবির কাহিনি ফাইনাল হয়ে গিয়েছে। বর্তমানে ছবির চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। ছবির শুটিং শুরু হবে চলতি বছরের নভেম্বরে।
দেখুন বিনোদনের আরও খবর