কলকাতা: অপেক্ষার অবসান, মুক্তি পেল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures) এবং সুরিন্দর ফিল্মস (Surinder Films) প্রযোজিত বিগ বাজেট ছবি খাদান’-এর টিজার (Khadaan Teaser), জানা গেল ছবি মুক্তির তারিখও। অ্যাকশন মুডে ধরা দিলেন সুপারস্টার দেব (Dev)। টিজারে নজর কাড়লেন যীশুও (Jisshu Sengupta)।
আরও পড়ুন: ‘বহুরূপী’-র নয়া ঝলকে দুর্ধর্ষ আবির-শিবপ্রসাদ
এর আগে একাধিক ঝলকেই দেব বুঝিয়ে দিয়েছিলেন, টলিউডের গেম চেঞ্জার ছবি হতে চলেছে ‘খাদান’। টিজারে সেই বিষয়টা অনেকটাই স্পষ্ট হয়ে গেল। কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে ‘খাদান’ তৈরি করেছেন পরিচালক সুজিত রিনো দত্ত (Soojit Rino Dutta)। জানা যাচ্ছে এই ছবিতেই দ্বৈত চরিত্রে দেখা যাবে সুপারস্টার দেবকে। ছবিতে দেবের চরিত্রের নাম শ্যাম মাহাতো, যিশু হলেন মোহন।
বৈষ্ণব সম্প্রদায়ের মোহন, যে কীর্তন গাইত একটা সময়ে, তার সঙ্গে শ্যামের দেখা হয় খনি অঞ্চলে। তাদের উত্থান, বন্ধুত্বের হিসেবনিকেশ নিয়েই এগোবে ছবির গল্প।চলতি বছরের ভরা শীতে ২০ ডিসেম্বর অসংখ্য চমক নিয়ে প্রেক্ষাগৃহে আসছে খাদান। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্য সহ টলিপাড়ার একরাশ খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীদের।
আরও খবর দেখুন