কলকাতা: একদিকে আরজি কর-কাণ্ডকে কেন্দ্র করে দফায় দফায় প্রতিবাদ-মিছিল-আন্দোলন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নানান বিতর্ক, আলোচনা-সমালোচনা। সবমিলিয়ে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের কল্লোলিনী তিলোত্তমা। এইসবের মধ্যে আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2024), সিদ্ধিদাতার বন্দনায় মেতে উঠেছেন ভক্তরা। মনখারাপ নিয়েই সকলের প্রার্থনা, সিদ্ধিদাতা যেন সব ঠিক করে দেন। যত ক্ষত জমেছে সব সেরে ওঠে।
বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যথিত টলি সুপারস্টার দেব (Dev)। আরজি কর আবহের মধ্যে তাঁকে ঘিরে শুরু হয়েছে নয়া তরজা। ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিট উদ্ধোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বদলে দেবের নাম আসার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পাল্টা জবার দিয়েছেন দেবও। সবমিলিয়ে চারিপাশে কেমন যেন এক অসম আবহাওয়া। এই সময়েই গণেশ চতুর্থীতে সৎবুদ্ধির প্রার্থনা করলেন অভিনেতা।
আরও পড়ুন: গণেশ চতুর্থীতে প্রতিবাদী তথাগত, ‘পারিয়া ২’ বলবে অনাচারের গল্প
শনিবার দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের অফিসে গণেশের মূর্তি এনে পুজোর আয়োজন করেন সাংসদ-প্রযোজক-অভিনেতা দেব। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ‘সকলের সদ্বুদ্ধি’-র প্রার্থনা করেছেন সুপারস্টার। এর আগেও আরজি কর-কাণ্ড প্রসঙ্গে আর্টিস্ট ফোরামের ডাকা গণ সমাবেশে তিনি মহিলাদের পাশাপাশি পুরুষদেরও ‘গুড টাচ’, ‘ব্যাড টাচ’ শেখানোর পরামর্শ দিয়েছিলেন। এবার শুভ বুদ্ধির প্রার্থনা করে ফের বিশেষ বার্তা দেখা গেল অভিনেতার সোশ্যাল মিডিয়া ওয়ালে।
দেখুন বিনোদনের আরও খবর