কলকাতা: ভোট ময়দানের চাপ সামলে এবার অভিনয়ের জগতে ফিরছেন দেব (Dev)। পর পর অনেকগুলো ছবির কাজ সাজানো আছে টলি সুপারস্টারের। খুব শীঘ্রই ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ড্রিম প্রোজেক্ট রঘু ডাকাতের কাজে হাত দেবেন বলেই জানা যাচ্ছে।
অন্যদিকে টলিপাড়ায় গুঞ্জন বাংলার নবজাগরণের পথিকৃৎ বিদ্যাসাগরের জীবনী নাকি এবার রুপোলি পর্দায় ফুটে উঠবে। যার কাণ্ডারী হতে চলেছেন দেব। পাশাপাশি টেক্কা ও খাদানের পোস্ট প্রোডাকশনের কাজও চলছে। এইসবের মধ্যে শাহরুখ স্টাইলে পনিটেল লুকে সকলকে চমকে দিলেন অভিনেতা। শোনা যাচ্ছে, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) ছবির জন্যই নাকি এমন লুক নিয়েছেন দেব।
View this post on Instagram
আরও পড়ুন: অ্যাকশন মুডে জিৎ-মিমো, নজর কাড়লেন অনুরাগীদের
উল্লেখ্য, ২০২১ সালে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) ও এসভিএফের (SVF) সঙ্গে দেব এই ছবির ঘোষণা করেছিলেন। তারপর থেকেই দেব অনুরাগীরা এই ছবির জন্য প্রহর গুনছেন। বাংলার ডাকাত নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্পের কথা প্রায় সবাই জানেন। যে রঘু ডাকাতের দাপটে ইংরেজরাও ভয়ে কেঁপে উঠত। সেই রঘু ডাকাতের কাহিনিই পর্দায় নিয়ে আসবেন ধ্রুব-দেব জুটি।
লোককথা অনুয়ায়ী, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি কালীমন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বর্তমানে সেই মন্দির ডাকাতে কালীর মন্দির নাম স্থানীয় এলাকায় পরিচিত। অনেকে ‘রঘু ডাকাতের মন্দির’ বলেও ডাকেন। ছবির বেশ কিছু অংশের শুটিং সেই মন্দিরেও হবে বলেই জানা যাচ্ছে।
দেখুন বিনোদনের আরও খবর