দক্ষিণী জনপ্রিয় অভিনেতা ধানুশের জীবনের এক বাস্তব ঘটনা সিনেমার চিত্রনাট্যের চেয়ে কিছু কম নয়। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী ধানুষ কে নিজেদের সন্তান দাবি করে আবার আদালতের দ্বারস্থ হয়েছেন এক প্রবীণ দম্পতি। বছর পাঁচেক আগে এই নিয়ে তামিলনাড়ুর মেরুল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন এই দম্পতি। যা মাদুরাই হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু পরবর্তীকালে মামলায় হেরে গিয়েছিলেন ওই দম্পতি। দম্পতির নাম ক্যাথিরেশন এবং মীনাক্ষী। এবার নতুন করে ওই দম্পতি মামলার রায় বাতিল করার আবেদন জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে পুনরায় আবেদন করেছেন। বৃদ্ধ দম্পতির দাবি নস্যাৎ করে আইনি লড়াইয়ে নামেন ধানুশ। এমনকি আদালতের নির্দেশে মেডিকেল টেস্ট করিয়েছিলেন অভিনেতা। কিন্তু প্যাটার্নটি টেস্টে ওই দম্পতি যে ধানুশের বাবা-মা তা প্রমাণ হয়নি। এদিকে দম্পতির দাবী স্কুলে পড়ার সময় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন ধানুশ। কাজেই ধানুশ তাদের হারিয়ে যাওয়া ছেলে। চলচ্চিত্রের পর্দায় ধানুশকে দেখে দম্পতি চিনতে পেরেছিলেন। তারপর চেন্নাইয়ে বহুবার ধানুশের সঙ্গে ওই দম্পতি সাক্ষাৎ করার চেষ্টা করে ব্যর্থ হন।২০১৭ সালে ওই দম্পতি আদালতে ধানুশকে নিজেদের ছেলে উল্লেখ করে প্রতিমাসে ভরণপোষণের জন্য ৬৫ হাজার টাকা করে দাবি করেন। প্রসঙ্গত ইতিমধ্যেই ২০২০ সালে আদালত মামলাটি খারিজ করে দেন। তা সত্ত্বেও সম্প্রতি কাথিরেশন- মীনাক্ষী দম্পতি আবার আদালতে হাজির হয়েছেন। দম্পতি দাবি করেছেন যে ধানুশ আদালতে ভুয়ো মেডিকেল টেস্ট রিপোর্ট জমা দিয়েছেন। এই দাবির সঙ্গে আদালতের পূর্ব-আদেশ বাতিলের আবেদন জানিয়ে সম্প্রতি দম্পতি মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই আদালত ধানুশের বিরুদ্ধে একটি সমন জারি করেছেন। যদিও এ বিষয়ে এখনও অভিনেতার প্রতিক্রিয়া জানা যায়নি।
Html code here! Replace this with any non empty text and that's it.