মুম্বই: ২০২৩-এ বক্স অফিসে বাজিমাত করেছিল শাহরুখ অভিনীত জওয়ান। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, বলিউডের (Bollywood) সব রেকর্ড ভেঙে ‘জওয়ান’-ই একেবারে এক নম্বর। এবার সেই সাফল্যকে সঙ্গে নিয়ে অ্যাটলি (Atlee Kumar) তাঁর নতুন ছবিতে হাত মেলাচ্ছেন ভাইজানের সঙ্গে।
বলিউড সূত্রে খবর, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই নাকি অ্যাটলি তাঁর নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিং শুরু করেছেন। এই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে বলি সুপারস্টার সলমন খান (Salman Khan)-কে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ইদে মুক্তি পাবে ‘সিকন্দর’।
আরও পড়ুন: আবেগী গানে নাট্যমঞ্চে প্রশ্ন থাকল ‘আমি কে’!
উল্লেখ্য, ‘জওয়ান’ সফল হওয়ার পরে বলিউড ও দক্ষিণ ভারতের অন্যতম পরিচালক অ্যাটলি। বক্স অফিসে ১০০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। তাই এই মুহূর্তে অ্যাটলির পরিচালনায় কাজ করতে আগ্রহী বহু অভিনতাই। তাই তাঁর পরিচালনায় সলমনকে কোন রূপে দেখা যাবে সেই অপেক্ষায় ভাইজান অনুরাগীরা। অন্যদিকে, ‘সিকন্দর’-এর পাশাপাশি সলমনকে দেখা যাবে ‘টাইগার ভার্সাস পাঠান’ ছবিতে। এই ছবিতে সলমন ও শাহরুখকে একসঙ্গে দেখা যাবে।
দেখুন বিনোদনের আরও খবর