মুম্বই: কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) পরিচালিত ও অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’ গত ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় প্রেক্ষাগৃহে আসেনি এই ছবি। সম্প্রতি জানা যাচ্ছে, সেন্সর বোর্ডের তরফে U/A সার্টিফিকেট পেয়েছে কঙ্গনা পরিচালিত এই ছবি। তবে বাদ পড়ছে ছবির একাধিক দৃশ্য।
সূত্রের খবর, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের তরফে ছবির নির্মাতাদের বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, একাধিক দৃশ্যে সতর্কীকরণ উল্লেখ করারও নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ঐতিহাসিক ঘটনাগুলোর দৃশ্যায়নে। তবে সেন্সর বোর্ডের তরফে U/A সার্টিফিকেট মিললেও কবে ‘ইমার্জেন্সি’ মুক্তি পাবে? সেই সম্পর্কে বিশেষ কিছু এখনও জানা যায়নি।
আরও পড়ুন: জন্মদিনে মন ভালো নেই, বিষণ্ণ সত্যপুত্র সন্দীপ!
উল্লেখ্য, শিখ সম্প্রদায় একগুচ্ছ দাবি তুলে ‘ইমার্জেন্সি’ ছবিকে নিষিদ্ধ করার ডাক দিয়েছে। শিরোমণি অকালি দলের অভিযোগ, এই ছবি ভুয়ো তথ্যে ভরা এবং ‘ইমার্জেন্সি’ মুক্তি পেলে সাম্প্রদায়িক হানাহানি হতে পারে। ইতিমধ্যেই এই বয়ানে সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে দাবি করা হয়েছে শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে ‘ইমার্জেন্সি’। এই সিনেমায় তুলে ধরা ভুল তথ্য পঞ্জাবের সামাজিক জীবন সম্পর্কেও দর্শকের কাছে নেতিবাচক মনোভাব ছড়িয়ে দেবে। তাই অবিলম্বে সিনেমাটির মুক্তি আটকানোর দাবি জানানো হয়েছে শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপের জন্য আবেদন করা হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে।
দেখুন বিনোদনের আরও খবর