মুম্বই: স্বাধীনতা দিবসের প্রাকাল্লে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি ‘এমার্জেন্সি’ (Emergency)-র ট্রেলার। দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) ভূমিকায় নজর কাড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। এই ছবির পরিচালক এবং প্রযোজকও তিনিই।
সত্তরের দশকে গোটা দেশে যে জরুরি অবস্থা তৈরি হয়েছিল সেই ঝলক ধরা দিল ট্রেলারে।’গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময়ের’ ঝলক হিসাবে এমার্জেন্সি পিরিয়ডকে ছবির ট্রেলারে তুলে ধরা হয়েছে। ১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সেই বিতর্কিত অধ্যায়ই এবার রুপোলি পর্দায় আসছে।
আরও পড়ুন: আরজি করের প্রতিবাদে রাত দখল নিয়ে কলম ধরলেন অনন্যা
আড়াই মিনিটের ট্রেলারে তরুণী ইন্দিরারূপী কঙ্গনার দাপুটে আবির্ভাব দেখা গেল রাজনীতিতে। মাথায় কাঁচা-পাকা চুল, প্রস্থেথটিক মেকআপে ট্রেলারে বড় চমক দিলেন অভিনেত্রী। অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় দেখা গেল শ্রেয়স তলপড়েকে। মিলিন্দ সোমানকে দেখা গেলো স্যাম মানেকশর চরিত্রে, জয়প্রকাশ নারায়নের ভূমিকায় নজর কাড়লেন অনুপম খের। আগামী ৬ সেপ্টেম্বর বড়পর্দায় আসছে ‘এমার্জেন্সি’।
দেখুন বিনোদনের আরও খবর