কলকাতা: গোয়েন্দা গল্পের সর্বকালের অন্যতম সেরা লেখক আগাথা ক্রিস্টি (Agatha Christie)। তাঁর সবথেকে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র এরকুল পোয়েরোঁ (Hercule Poirot)। পোয়েরোঁ সিরিজের কাহিনি নিয়ে হলিউডে কম ছবি হয়নি, থিয়েটারের মঞ্চেও জায়গা করে নিয়েছেন এই কল্পিত গোয়েন্দা। কিন্তু ক্রিস্টির গোয়েন্দা গল্পের সঙ্গে আজকের বেঙ্গালুরু (Bengaluru) এবং সেখানকার কমবয়সি বাঙালিদের ক্রাইসিসকে মিলিয়ে দেওয়ার কাজ সম্ভবত হয়নি। সেই কাজটাই করেছে ‘এনাদ’ নাট্যগোষ্ঠী (Enad)। আগামী ২৭ জানুয়ারি কলকাতা অ্যাকাডেমি মঞ্চে (Academy of Fine Arts) অভিনীত হতে চলেছে তাদের নাটক ‘রেড হেরিং’। সেই নাটকেই বহু যোজন দূরত্বের দুই শহর এবং দুই আলাদা সময়ের মেলবন্ধন ঘটানো হয়েছে।
নাটকের কথায় পরে আসছি। আগে নাটকের দল নিয়ে বলা যাক। এনাদ শব্দটার উৎস খুঁজতে গুগলের সাহায্য নিয়েও লাভ হয়নি। দূরভাষে দলের নির্দেশক অমিতাভ বক্সীর কাছে জানা গেল, নাম নিয়ে আদৌ কোনও রহস্য নেই, না আছে কোনও গ্রিক বা ভারতীয় মিথোলজির রেফারেন্স। ‘একটি নাটকের দল’, এটাই সংক্ষেপে ‘এনাদ’। ২০০০ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে দলের জন্ম।
আরও পড়ুন: ‘ফাইটার’-এর ট্রেলার লঞ্চে কেন থাকছেন না দীপিকা?
নামের মতো অভিনবত্ব রয়েছে নাটকের বিষয়বস্তুতেও। এই প্রজন্মের (তার আগের প্রজন্মেরও) বহু বাঙালি শিক্ষিত তরুণ-তরুণী কর্মসূত্রে বেঙ্গালুরু শহরে পাড়ি জমান। তাদের অধিকাংশ দক্ষিণী শহরের স্থায়ী বাসিন্দা হয়ে যান। একাকী ছিন্নমূল অবস্থা, কলকাতার মতো জীবনযাত্রা নয়, ফলে নানাবিধ ক্রাইসিস তৈরি হয়। এ নাটকের গল্পে বেঙ্গালুরুতে কর্মরত আইটি কর্মী এক তরুণীর রহস্যমৃত্যু দেখানো হয়।
আগাথা ক্রিস্টি রচিত একটি উপন্যাসের সঙ্গে এই গল্পের অনেকটা মিল দেখতে পান নির্দেশক অমিতাভ। সেই উপন্যাসের নাম করছি না, তাতে গোয়েন্দা গল্পের রোমাঞ্চ নষ্ট হতে পারে। নিখাদ দেশি গল্প, কিন্তু তাতে ক্রিস্টিকে প্রবলভাবেই তার মধ্যে জারিত করেছেন নির্দেশক। এ নাটকের স্বাদ পেতে হলে ২৭ জানুয়ারি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস যেতে হবে। একটি শো দুপুর ৩.৩০ এবং আরেকটি সন্ধে ৬.৩০টায়।
টিকিটের মূল্য: ৫০০, ৩০০ এবং ২০০ টাকা। টিকিটের জন্য যোগাযোগ করুন এই নম্বরে: 70330-94800, 98809-44424, 99165-58876
অথবা, থার্ড বেলের এই লিঙ্কগুলিতে সরাসরি চেক করতে পারেন:
৩:৩০টের শো: https://www.thirdbell.in/events/red-herring-3-30pm/
৬:৩০টার শো: https://www.thirdbell.in/events/red-herring-6-30pm/