
গায়ক শোভন গঙ্গোপাধ্যায় নিজের কাজ নিয়ে ব্যস্ত। ছোট পর্দায় একটি গানের সঙ্গীত রিয়েলেটি শ্যোএর দায়িত্বে রয়েছেন। এছাড়াও বেশকিছু ছবির গান গেয়েছেন তিনি। সঙ্গীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি। ব্যস্ততার মধ্যেও তিনি জানালেন খুবই উচ্ছ্বসিত তিনি তাঁর আগামী প্রজেক্ট নিয়ে। মঙ্গলবার ‘রুদ্রবীণার অভিশাপ ‘ এর গান মুক্তি পেয়েছে। এই সিরিজে শোভন মোট ৬টি গান গেয়েছেন। এই ছয়টি গানই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ঘরানার গান।
মিউজিক্যাল এই রহস্য সিরিজে সৌরভ দাসের লিপে সব গানই গেয়েছেন শোভন। প্রসঙ্গত শোভন আরও জানান এই সিরিজে রুদ্রবীণার যন্ত্র সঙ্গীতের ব্যবহার হয়েছে যেটি বাংলা ছবির বা সিরিজের ক্ষেত্রে একদম বিরল।এছাড়াও ‘বাবা বেবি ও’ খেলা যখন ছবিতে গান গেয়েছেন। ‘কুলপি’ নামে একটি ছবি আসছে, সেখানে শোভন মিউজিক পরিচালনা করেছেন।
শোভন এই মুহূর্তে কাজের সঙ্গে সঙ্গেই প্রেমও করছেন জমিয়ে, তবে তিনি এখনই বিয়ের পিড়িতে বসছেন না। কারণ বান্ধবী স্বস্তিকা এই মুহূর্তে নিজের কাজ নিয়ে ব্যস্ত। তাঁরা দুজনেই এখন কেরিয়ার নিয়ে বেশি ভাবছেন। তবে খুব শীঘ্রই শোভন কলকাতা শহরে নিজের ঠিকানা করার পরিকল্পনা করছেন। তাই খোলামেলা পরিবেশে বাড়ি খুঁজছেন গায়ক।