কলকাতা: হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। যার জেরে তিনি বাতিল করেছেন অগাস্ট মাসের সমস্ত কনসার্ট। বৃহস্পতিবার অনুরাগীদের কাছে কনসার্ট বাতিলের কারণে ক্ষমা চেয়ে সঙ্গীতশিল্পী সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে বলেন, “সকলকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অসুস্থতার কারণে অগাস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে আমাকে।”
View this post on Instagram
এই খবর জানার পর থেকেই উদ্বিগ্ন অনুরাগীরা। তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিল অরিজিৎ সিংয়ের সাম্প্রতিক ভাইরাল একটি ছবি। ছবিটি নতুন না পুরনো সে সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়নি কলকাতা টিভি ডিজিটাল। তবে ছবিতে বেশ চিন্তিতভাবে শিল্পীকে কোথাও যেতে দেখা যাচ্ছে। তাঁর এলোমেলো চুল, মুখ ভর্তি দাড়ি। ‘উই আর অরিজিতিয়ানস’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শনিবার ছবিটি পোস্ট করা হয়েছে। আর তা দেখেই উদ্বিগ্ন অরিজিৎ অনুরাগীরা।
উল্লেখ্য, সঙ্গীতের দুনিয়ায় অরিজিৎ সিং মানেই আবেগ, নস্টালজিয়া। তাঁর কণ্ঠের যাদুতে বারবার মুগ্ধ হতে হয়। এই মানুষটার লাইভ কনসার্টের টিকিট লাখ লাখ টাকায় বিক্রি হয়। অরিজিতের সঙ্গে একবার সাক্ষাতের জন্য অনুরাগীরা মুখিয়ে থাকেন। স্বাভাবিক ভাবেই লাইভ কনসার্টে অরিজিৎকে দেখার জন্য যারা অধীর আগ্রহে ছিল তাদের অনেকেরই মন খারাপ। অনেকেই আবার তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বলেছে, সুস্থ হয়ে তাড়াতাড়ি মঞ্চে ফিরে আসুন।
দেখুন বিনোদনের আরও খবর