কলকাতা: হেমা কমিটির রিপোর্ট ঘিরে মালয়ালম চলচ্চিত্র জগতে তৈরি হয়েছে উত্তাল পরিস্থিতি। এমন পরিস্থিততেই কয়েকদিন আগেই বাংলা ইন্ডাস্ট্রির যৌন হেনস্তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তাঁকে সমর্থন জানিয়েছিলেন অপর্ণা সেন, শাশ্বতী গুহঠাকুরতা, অনুরাধা রায়, শকুন্তলা বড়ুয়া, চৈতালী দাশগুপ্তর মতো বর্ষীয়ান অভিনেত্রীদের পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, দামিনী বেণী বসু, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, প্রিয়াঙ্কা সরকারাও। টলিউডে (Tollywood) কাজের পরিবেশ ঠিক রাখার দাবি জানিয়ে ইম্পা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন ও টেলি অ্যাকাডেমির চেয়ারম্যানকে চিঠি দিয়েছিল উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কাস (Womens’ Forum for Screen Workers)। এবার ইন্ডাস্ট্রিতে হেনস্তার অভিযোগ নিয়ে তৎপর হল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)।
যৌন হেনস্তা এবং অশালীন-অনৈতিক আচরণের ঘটনা রুখতে, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের রক্ষাকবচ হিসেবে ‘সুরক্ষা বন্ধু’ (Surakkha Bandhu) কমিটি তৈরি করা হল। লিখিতভাবে বা ইমেলের মাধ্যমে যেখানে অভিযোগ জানানো যাবে, সাংবাদিক বৈঠকে জানালেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে স্বরূপ বিশ্বাস জানান, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে শতাব্দী-প্রাচীন বাংলা ইন্ডাস্ট্রিতে বিব্রতকর, অনৈতিক, লজ্জাজনক অভিযোগ উঠছে কয়েকজন মহিলা অভিনয় শিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে। এই অভিযোগ বিরল ও ব্যতিক্রম হলেও চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি যে অনৈতিক ও অশালীন ব্যবহার করেছেন তা কখনই সমর্থনযোগ্য নয়।
আরও পড়ুন: বিচার চাইলেন কিঞ্জল, মাধ্যম হল নতুন সিরিজ
‘সুরক্ষা বন্ধু’ কমিটির কথা ঘোষণা করে ফেডারেশন সভাপতি বলেন, বিভিন্ন গিল্ডের সদস্যদের মধ্যে থেকে মহিলা প্রতিনিধিদের নিয়ে ফেডারেশন একটি কমিটি বা নির্বাহী সমিতি প্রতিষ্ঠা করছে। কর্মক্ষেত্রের যেকোনও জায়গায়, শুটিং বা প্রি পোডাকশন, পোস্ট প্রোডাকশনের কাজ করতে গিয়ে মহিলা সদস্য যদি কোনওরকম লিঙ্গবৈষম্যমূলক আচরণ, অশালীন ইঙ্গিত বা আচরণ, যেকোনও প্রকার অরক্ষিত পরিস্থিতিতে পড়েন বা যেকোনও বৈদ্যুতীন মাধ্যম (যেমন মোবাইল ফোন ইত্যাদি) ব্যবহার করে তাঁদের কেউ উত্যক্ত করার চেষ্টা করে তাহলে তৎক্ষণাৎ সেই সদস্য সুরক্ষা বন্ধু কমিটিতে অভিযোগ জানাতে পারবেন, surokkhabandhu.fctwei@gmail.com-এই মেল আইডির মাধ্যমে। ফেডারেশন ইতিমধ্যেই মুখ্য নগরপাল ও পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেলের কাছে কমিটি গঠনের কথা লিখিতভাবে জানিয়েছে বলেও উল্লেখ করেছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।
দেখুন বিনোদনের আরও খবর