কলকাতা: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা (Actor) হলেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। পর্দায় তাঁর উপস্থিতি মানেই বর্তমানের বঙ্গ নারীদের চোখ আটকে যাওয়া। বর্তমান প্রজন্মের ক্রাশ তিনি। এমনকি তাঁর অভিনয় নিয়ে যত কথাই বলা হোক না কেন তা কমই বলা হবে। সোনাদা, ফেলুদা, ব্যোমকেশ সব চরিত্রেই তিনি দর্শকদের ভালবাসা পেয়েছেন। তবে, এবার তিনি এক নতুন গল্পে নতুন রহস্য উন্মোচন করতে আসছেন। ছবির নাম ‘যত কাণ্ড কলকাতাতে’। ছবির পরিচালক অনীক দত্ত। কলকাতার অলিগলি থেকে রাজপথ… সবই থাকবে এই ছবিতে। সঙ্গে রহস্যের হাতছানি। ‘যত কাণ্ড কলকাতাতে’ প্রধান চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। আর আবিরের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী কাজি নাশাবা আহমেদ।
জোর কদমেই চলছে ছবির শুটিংয়ের কাজ। শনিবার, ৪ নভেম্বর, হিন্দুস্তান পার্কের গলিতে একটি পুরনো বাড়িতে শুটিং করছিলেন আবির। ফরমালিন পোশাকে আকর্ষণীয় দেখাচ্ছিল আবির চট্টোপাধ্যায়কে। ছবির কিছু অংশের শুটিংয়ের কাজ পুজোর আগেই শেষ হয়ে গিয়েছে। তবে, দর্শকদের একটু অপেক্ষা করতে হবে এই ছবি দেখার জন্য।
আরও পড়ুন: ঋতুপর্ণার সাফল্যের চাবিকাঠি কি জানেন?
এই ছবির গল্প লিখেছেন অনীক। কলকাতার গল্প যখন, কলকাতার ট্রাম, বাস, ট্যাক্সির নানা কোলাজ নিশ্চয়ই বিশেষ ভাবে থাকবে। পরিচালক অনীক দত্ত কিছুমাস আগে অসুস্থ হয়েছিলেন। তবে এখন তিনি সুস্থ হয়েই ঝাঁপিয়ে পড়েছেন ছবির কাজ শেষ করার কাজে। এই ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন দেবজ্যতি মিশ্র। সব মিলিয়ে পরিচালক অনীক দত্ত ও অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের এই যুগলবন্দি নতুন কিছু উপহার দিতে চলেছে দর্শকদের।
দেখুন আরও অন্য খবর: