কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে সোচ্চার তারকা থেকে আমজনতা। প্রতিবাদের ভাষা ক্রমশ জোরাল হচ্ছে। নাট্যব্যক্তিত্ব থেকে টলি অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরাও প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নেমেছেন। সকলেই সঠিক বিচারের দাবি জানাচ্ছেন। অপরাধীদের চূড়ান্ত শাস্তির দাবি জানিয়েছেন আমজনতা থেকে তারকারা।
আরও পড়ুন: ‘শহর’-এ মনখারাপ, অঝোরে কাঁদলেন অনিন্দ্য
টলিপাড়ার (Tollywood) তারকাদের সঙ্গে আরজি কর কাণ্ডে সোচ্চার হয়েছেন বি-টাউনের (Bollywood) করিনা কাপুর, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, সোনাক্ষী সিনহা থেকে রিচা চাড্ডার পাশাপাশি আয়ুষ্মান খুরানা-সহ অনেকেই মেয়েদের নিরাপত্তা নিয়ে আওয়াজ তুলেছেন। এমনই আবহে গানে গানে প্রতিবাদ জানালেন সারেগামাপা খ্যাত সঙ্গীতশিল্পী গৌরব সরকার (Gourab Sarkar)।
গানে গানে আজাদির ডাক দিলেন গৌরব। গানের কথা ও সুর গৌরবের নিজেরই। তাতাই, অনুরাগ, অর্ণব ও পলাশরা তাঁর সঙ্গে গানে গানে বললেন, ‘পাল্টেছে জলবায়ু, বিপন্নতার আয়ু, অবক্ষয়ের রং তুলি হাতে ছবি আঁকে ইতিহাস। হাঁসফাঁস করে পাতাল, জ্বলছে এ মহাকাল, শহরের এক সুখী গৃহকোণে অর্ধনগ্ন লাশ। শিরদাঁড়া কী দাঁড়ায়, বিকিয়েছ বেমালুম, কবে যে আবার তুমি জাগবে পুড়িয়ে শীতঘুম?’ গৌরবের প্রতিবাদী গানের কথাগুলি এখন রীতিমতো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।
আরও খবর দেখুন