সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এআই। রশ্মিকে, ক্যাটরিনার মতো বলি তারকাদের ডিপফেক ছবি ভাইরাল হওয়ার পর এবার সম্পূর্ণ অন্য ধাঁচের ছবি সামনে নিয়ে এল এআই। যেখানে মার্বেল ডিসির জগতের সুপার হিরোরা কীভাবে তাঁদের দীপাবলি পালন করবেন সেই ছবিই ফুটিয়ে তোলা হয়েছে। ওই ছবি তেই দেখা গেছে হাজার কেজির হাল্ক তাঁর কয়েকশো কেজির হাত দিয়ে ছোট ছোট মাটির প্রদীপ বানাচ্ছে। স্পাইডার ম্যান মিষ্টি বানাচ্ছে। ব্যাট ম্যান হয়েছেন বাজি বিক্রেতা।
আরও পড়ুন: ‘উরির’ পর উর্দিতে ফের একবার পর্দায় ভিকি
দেখুন সেই ছবি: ছবিসূত্র instagram