মুম্বই: মুক্তি পেল ওয়েব সিরিজ ‘মহারানি ৩’-এর ট্রেলার (Maharani 3 Trailer)। হুমা কুরেশি (Huma Qureshi) অভিনীত ‘মহারানি’-র আগের দুটি সিজন দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘদিন ধরেই দর্শকরা অপেক্ষা করেছিলেন সিরিজের তৃতীয় সিজনের জন্য। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আর অল্প কয়েকদিনের মধ্যেই।
সোমবার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে, ‘মহারানি ৩’-এর ট্রেলার। ট্রেলারে রানির ভূমিকায় আবারও নজর কাড়লেন হুমা কুরেশি। মার্চ মাসের সাত তারিখে সোনি লিভ অরিজিনালস (Sony LIV Originals)-এ আসছে ‘মহারানি’ সিরিজের তৃতীয় সিজন।
আরও পড়ুন: অ্যাকশনে জমজমাট সিদ্ধার্থের ‘যোদ্ধা’-র টিজার, দেখুন
প্রসঙ্গত, মহারানী সিরিজের আগের দুটো সিজন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই পলিটিক্যাল ড্রামা ওটিটি দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। যার মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল হুমাকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সোহম শা, অমিত সিয়াল, প্রমোদ পাঠককে। রানি ভারতীর চরিত্রে হুমার জবরদস্ত অভিনয় মন কাড়ে দর্শকদের। পাশাপাশি, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘লাভ সাভ তে চিকেন খুরানা’, ‘এক থি ডায়েন’, ‘জলি এলএলবি ২’-র মতো ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।
আরও খবর দেখুন