কলকাতা: বর্তমান সঙ্গীতের দুনিয়ার এক সুপ্রসিদ্ধ নাম ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। রবীন্দ্রনাথের গান থেকে আধুনিক বাংলা গান, লোকগান সহ সব ধরনের গানে শ্রোতাদের বার বার মুগ্ধ করেছেন। তাঁর গানের লাইভ কনসার্টে মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। এবার মঞ্চে গানের পাশাপাশি কবিতা পাঠ করবেন ইমন। আগামী ৯ জুন মহাজাতি সদনে “হিয়ার মাঝে” অনুষ্ঠানে গানের সঙ্গে কবিতার মেলবন্ধন ঘটাবেন ইমন। সঙ্গ দেবেন পরিচালক শৌভিক ভট্টাচার্য।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সঙ্গীতের পাশাপাশি থাকছে বাংলা ছবির গান, তুমি যাকে ভালোবাস থেকে টাপা-টিনি। অন্যদিকে, শৌভিক ভট্টাচার্যের তৈরি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট শর্ট ফিল্মও মুক্তি পাবে একই মঞ্চে। ইমনকে সঙ্গ দিয়ে শৌভিক পাঠ করবেন রবীন্দ্রনাথ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গানের সঙ্গে কবিতার এক নিবিড় সংযোগ ঘটবে এই মঞ্চে।
আরও পড়ুন: ফেলুদার অসমাপ্ত গল্পের ভবিষ্যৎ কী?
“হিয়ার মাঝে” সম্পর্কে ইমন জানিয়েছেন, “কবিতা শুনি, বেশ ভালো লাগে। নিজের মতো হয়তো নিজের পরিসরে কবিতা পাঠ করেছি। মঞ্চে করিনি। ভাবছি সেদিন নিজের কিছু লেখা, রবীন্দ্রনাথের কিছু লেখা থেকে পাঠ করব। গান তো গাইবোই। আমার মাঝে মধ্যেই একটু নতুন কিছু করতে ভালো লাগে। এতে একটু স্বাদ বদল হয়।” শৌভিক জানিয়েছেন, “এই সন্ধ্যায় ইমন কিছু কবিতা বলুন আমি সেটা অনুরোধ করেছিলাম। উঁনি রাজি হওয়ায় অনুষ্ঠানটা একটা অন্যরকম নস্টালজিয়া পাবে।” অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, সঙ্গীত শিল্পী সিধু, অভিনেতা ভাষ্কর বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।
দেখুন বিনোদন দুনিয়ার আরও খবর