ফের বন্ধ হয়ে গেল মিশন ইমপসিবল সেভেনের শ্যুটিং।লকডাউনের পর সুরক্ষা বিধি মেনেই শুরু হয়েছিল শ্যুটিং। তবুও করোনার থাবা থেকে মুক্তি পাননি ছবির কলাকুশলীরা।আশঙ্কা করা হচ্ছে টম ক্রুজও করোনায় আক্রান্ত।সেটে অনেকদিন ধরেই অনুপস্হিত টম ক্রুজ।তার থেকেই আশঙ্কা হয়েছে টমও করোনা আক্রান্ত।
এর আগেও সংক্রমণের জন্য বন্ধ ছিল মিশন ইমপসিবল সেভেনের শ্যুটিং।সেটের অনেকেই করোনা আক্রান্ত।সেট জুড়েই ছড়িয়েছে টমের করোনা আক্রান্ত হওয়ার খবর।এমনকি সেটে নাকি এনিয়ে প্রায়ই হাসি ঠাট্টাও হচ্ছে।অনেকেই বলছেন স্বয়ং টম ক্রজের অসুস্হতার কারণে মিশন ইমপসিবল সেভেনের শ্যুটিং বন্ধ হয়ে গেল।যা রীতিমতো দুর্ভাগ্যজনক।মহামারীর কারণে বারবার শ্যুটিং বন্ধ হলেও নভেম্বরের ১৯ তারিখ ছবির রিলিজের জন্য একরকম ঠিকই করে ফেলেছেন নির্মাতারা।অবশ্য মিশন ইমপসিবলের আট নম্বর গল্পেরও মুক্তির দিন ঠিক হয়ে গেছে।২০২২ এর নভেম্বরে মুক্তি পাবে ছবি।