Placeholder canvas
Homeবিনোদনম্যাচ হেরে যাওয়ার পরও টিম ইন্ডিয়ার উদ্দেশে বিশেষ বার্তা কিং খানের

ম্যাচ হেরে যাওয়ার পরও টিম ইন্ডিয়ার উদ্দেশে বিশেষ বার্তা কিং খানের

মাথা নত আর চোখে জল নিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ছাড়ল বিরাট-রোহিতরা

কলকাতা: ১৯ নভেম্বর দীর্ঘ ১২ বছর পর ভারত (India) বিশ্বকাপ (World Cup Final 2023) জিতবে সেই আসায় বুক বেঁধেছিল ভারতবাসী। কিন্তু, রবিবাসরীয় দুঃস্বপ্নের কাণ্ডারী অস্ট্রেলিয়া। মাথা নত আর চোখে জল নিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ছাড়ল বিরাট-রোহিতরা। শেষ লড়াইয়ে হেরে গিয়ে যখন হতাশ টিম ইন্ডিয়া তখন তাঁদের পাশে গোটা দেশ। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার উদ্দেশে বিশেষ বার্তা শেয়ার করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।

সোশ্যাল মিডিয়া পেজে তিনি লেখেন, “এই পুরো টুর্নামেন্টে ভারতীয় দল যেভাবে খেলেছে তা অত্যন্ত সম্মানের। তাঁদের দৃঢ় মনোভাব ও খেলার প্রতি একগ্রতা প্রশংসনীয়। খেলার দুনিয়ায় হার-জিত তো থাকবেই। খারাপ দিন আসতেই পারে। দুর্ভাগ্যবসত সেটা অজই এসেছে। তবু বলব অসংখ্য ধন্যবাদ টিম ইন্ডিয়া। ক্রিকেটের দুনিয়ায় আমাদের দেশ ভারতের যে অবদান তাতে আমরা গর্বিত। তোমাদের জন্য ভালোবাসা আর শ্রদ্ধা। তোমরাই আমাদের দেশকে গর্বিত করেছো।”

আরও পড়ুন:ব্যর্থতার পর স্বামীকে বাহুডোরে বেঁধে সান্ত্বনা অনুষ্কার

ম্যাচ হারলেও বিটাউন সেলেবরা কিন্তু, টিম ইন্ডায়াকে সম্পূর্ণ সাপোর্ট করেছেন। কঠিন সময়ে ভারতীয় ক্রিকেট টিমের পাশে দাঁড়িয়েছেন একাধিক বলিউড তারকা।সমাজমাধ্যমের পেজে করিনা থেকে অজয় প্রত্যেকেই তাঁদের চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। বেবো লেখেন, ‘তোমাদের জন্য শুধু ভালোবাসা আর শ্রদ্ধা। টাফ ফাইট করেছ, ভালো খেলেছ।’ অজয় দেবগণ লিখেছেন, ‘গোটা টুর্নামেন্টের পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে। এটাই সবচেয়ে বড় জয়।’  অভিনেত্রী সোনালি বেন্দ্রে সমাজমাধ্যমের পেজে লেখেন, ‘লড়াইটা দারুণ ছিল। কিন্তু, রাতটা আমাদের ছিল না। তবুও তোমরাই আমাদের কাছে বিজয়ী’।
দেখুন আরও অন্য খবর
Colour Bar | বিশ্বকাপ দেখা নিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট তারপর কী হলো? দেখুন কালার বার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments